Ajker Patrika

কোর্ট হিলে নতুন কোনো স্থাপনা নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ১১
কোর্ট হিলে নতুন কোনো স্থাপনা নয়

চট্টগ্রামের কোর্ট হিলের আদালত ভবনসংলগ্ন ১ দশমিক ৮ একর টিলা শ্রেণির ভূমিতে নতুন করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়। ১৫ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আদালত ভবনসংলগ্ন জায়গায় স্থাপনা নির্মাণ, অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকে তিনটি নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে আমরা টিলাশ্রেণি ভূমিতে নতুন করে স্থাপনা নির্মাণ না করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছি।’

একই কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ২৮ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় অপরিকল্পিত ও অনুমোদনহীন স্থাপনাসমূহ অপসারণ করতে তিনটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ‘ঘ’ অনুচ্ছেদে কোর্ট বিল্ডিংয়ের সামনের ফাঁকা জায়গাটিতে কোনো অবকাঠামো নির্মাণ না করার বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত