Ajker Patrika

করোনা রোগীর ঝুঁকি জানাবে সফটওয়্যার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
করোনা রোগীর ঝুঁকি জানাবে সফটওয়্যার

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শারীরিক সমস্যাগুলো সফটওয়্যারে জানাতে হবে। সাবমিট করার পর কিছুক্ষণের মধ্যে ওই সফটওয়্যারই বলে দেবে, করোনায় আপনার ঝুঁকি কেমন। বাসা থেকে চিকিৎসা নেবেন, না হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চালিয়ে নেবেন—তেমন পরামর্শও জানাবে বিশেষ এই সফটওয়্যার।।

সফটওয়্যারটি তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। গবেষণা প্রবন্ধটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক জার্নাল ‘কগনিটিভ কম্পিউটেশনে’ প্রকাশিত হয়েছে।

অধ্যাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, এর মাধ্যমে করোনায় আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু বা তাঁর শারীরিক ঝুঁকি কেমন তা জানা যাবে। এ জন্য শুধু রোগীর শারীরিক সমস্যাগুলো এই সফটওয়্যারে জানাতে হবে। এটির মাধ্যমে রোগীর পাশাপাশি চিকিৎসকেরাও জরুরি পদক্ষেপ নিয়ে চিকিৎসাসেবা চালিয়ে নিতে পারবেন।

অধ্যাপক শাহাদাত হোসেনের এখন পর্যন্ত ১৭১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর সব গবেষণা প্রবন্ধ বিখ্যাত সব জার্নালে প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ সালের জন্য বিশ্বমানের বিজ্ঞানীদের যে তালিকা করেছে, এতে নাম রয়েছে অধ্যাপক শাহাদাত হোসেনের। চবির ৫৬ জন গবেষকদের মধ্যে শীর্ষে তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত