নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ডুবে যাওয়া জাহাজ থেকে গ্যালভানাইজ অংগেল চুরির ঘটনায় ১২ জনকে আটক করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পদ্মা সেতুতে ব্যবহার করার জন্য আনা সাড়ে ৪ হাজার গ্যালভানাজ অংগেল উদ্ধার করা হয়েছে।
আটক ১২ জন হলেন সোহরাব হোসেন, রফিক, মো. আক্কাস, শেখ মোহাম্মদ, আইয়ুব আলী, জবেল হোসেন, খায়ের আহমেদ, নুরুল আবছার, আরাফাত, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী, মাহবুব আলী। এদের মধ্যে সোহরাব, রফিক ও মো. আক্কাস তিনজন প্রশিক্ষিত ডুবুরি। তাঁরাই ডুবে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ থেকে মালামাল চুরি করে ইঞ্জিন চালিত নৌকায় তোলেন।
জানতে চাইলে সদরঘাট নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৩ জুলাই মাদার ভেসেল থেকে মালামাল নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি থেকে কিছু মালামাল উদ্ধার করে ১৪ দিন আগে পদ্মা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই জাহাজ থেকেই উদ্ধার মালামালগুলি চুরি করেছিলেন আটক ১২ জন। খবর পেয়ে আমরা কর্ণফুলী নদীর মোহনা থেকে তাদের আটক করি। এ সময় দুটি ইঞ্জিন চালিত নৌকা থেকে সাড়ে ৪ হাজার গ্যালভানাইজ অ্যাংগেল উদ্ধার করা হয়। এসব অ্যাংগেল পদ্মা সেতুর রেলসেতুতে ব্যবহারের জন্য আনা হয়।’
ওসি মিজানুর রহমান বলেন, ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারে সোহরাব কাজ করেন। পরে সেই ওই জাহাজ থেকে মালামাল চুরির জন্য সে অন্যদের সংঘবদ্ধ করেন। তাদের সঙ্গে আরিফ প্রকাশ আলী ও জাবেদ এখনো পলাতক রয়েছেন। আটক ১২ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ডুবে যাওয়া জাহাজ থেকে গ্যালভানাইজ অংগেল চুরির ঘটনায় ১২ জনকে আটক করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পদ্মা সেতুতে ব্যবহার করার জন্য আনা সাড়ে ৪ হাজার গ্যালভানাজ অংগেল উদ্ধার করা হয়েছে।
আটক ১২ জন হলেন সোহরাব হোসেন, রফিক, মো. আক্কাস, শেখ মোহাম্মদ, আইয়ুব আলী, জবেল হোসেন, খায়ের আহমেদ, নুরুল আবছার, আরাফাত, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী, মাহবুব আলী। এদের মধ্যে সোহরাব, রফিক ও মো. আক্কাস তিনজন প্রশিক্ষিত ডুবুরি। তাঁরাই ডুবে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ থেকে মালামাল চুরি করে ইঞ্জিন চালিত নৌকায় তোলেন।
জানতে চাইলে সদরঘাট নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৩ জুলাই মাদার ভেসেল থেকে মালামাল নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি থেকে কিছু মালামাল উদ্ধার করে ১৪ দিন আগে পদ্মা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই জাহাজ থেকেই উদ্ধার মালামালগুলি চুরি করেছিলেন আটক ১২ জন। খবর পেয়ে আমরা কর্ণফুলী নদীর মোহনা থেকে তাদের আটক করি। এ সময় দুটি ইঞ্জিন চালিত নৌকা থেকে সাড়ে ৪ হাজার গ্যালভানাইজ অ্যাংগেল উদ্ধার করা হয়। এসব অ্যাংগেল পদ্মা সেতুর রেলসেতুতে ব্যবহারের জন্য আনা হয়।’
ওসি মিজানুর রহমান বলেন, ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারে সোহরাব কাজ করেন। পরে সেই ওই জাহাজ থেকে মালামাল চুরির জন্য সে অন্যদের সংঘবদ্ধ করেন। তাদের সঙ্গে আরিফ প্রকাশ আলী ও জাবেদ এখনো পলাতক রয়েছেন। আটক ১২ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪