Ajker Patrika

নসিমন ভবনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৩০
Thumbnail image

নগরীর কাজীর দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন চলাকালে বেলা সাড়ে তিনটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। যা চলে আধা ঘণ্টা ধরে। তবে এ সময় পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা যায়।

নাসিমন ভবনের নগর বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের পর সরেজমিনে দেখা যায়, সামনের সড়কে ২০-৩০ জন পুলিশ সদস্যকে। মূল ফটক দিয়ে ১৫ জনের একটি দল বের হওয়ার চেষ্টা করেন। এক উপপরিদর্শক (এসআই) বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সংঘবদ্ধভাবে বের হবেন না। তিনজন-তিনজন করে চলে যান।’ বেশির ভাগ নেতা-কর্মী বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। তখন যুবদলের এক নেতা নাসিমন ভবনের মূল ফটক দিয়ে বের হচ্ছিলেন। দায়িত্বরত ওই এসআই তাঁকে ডেকে জানতে চান, ‘মারামারি করা আরেক পক্ষ কোথায়? মামলা করতে দুই পক্ষই থানায় যান। এখানে আর গোলমাল করবেন না।’

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের উপস্থিতিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। হঠাৎ এই সময় আজিম উল্লাহ বাহার ও সরোয়ার আলমগীরের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি চলে ২০ মিনিট। সর্বমোট ৩০ মিনিট ধরে চলে সংঘর্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত