বয়স ২২ হলেও ৯ মামলার আসামি জয়
আসল নাম জয় বড়ুয়া। কখনো নিজের পরিচয় দেন বিজয় হিসেবে। আবার কখনো আবদুল্লাহ বা আব্দুল নামও বলেন তিনি। ২২ বছর বয়সী এই তরুণ ৯ মামলার আসামি। জেলেও গেছেন বহুবার। পুলিশ বলছে, জয় একজন পেশাদার ছিনতাইকারী। গত শনিবার রাতে খুলশীর আমবাগান এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাঁকে ছোরাসহ গ্রেপ্তার করা হয়।