নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেলেন চট্টগ্রামের ৪ বরেণ্য আবৃত্তিশিল্পী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদানের অনুষ্ঠান উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে গুণীজনদের পদক দেন। এখন থেকে প্রতি বছর এই পদক দেওয়া হবে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সাংসদ আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬ জন বরেণ্য আবৃত্তিশিল্পীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদান করা হয়েছে। একই দিন সংস্কৃতিবান্ধব কয়েকটি প্রতিষ্ঠান এবং গুণী আবৃত্তি শিল্পীসহ ৫০ জনকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম থেকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে’ ভূষিত হয়েছেন সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান, ‘বঙ্গবন্ধু আবৃত্তি মরণোত্তর স্মারকে’ ভূষিত হয়েছেন বোধন আবৃত্তি স্কুলের সাবেক অধ্যক্ষ মৃণাল সরকার ও রণজিৎ রক্ষিত। এ ছাড়া ফেনী থেকে বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে ভূষিত হয়েছেন সমরজিৎ দাশ টুটুল।
প্রধানমন্ত্রীর পক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ্ মারুফ স্মারকপ্রাপ্তদের হাতে তুলে দেন ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’।
বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেলেন চট্টগ্রামের ৪ বরেণ্য আবৃত্তিশিল্পী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদানের অনুষ্ঠান উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে গুণীজনদের পদক দেন। এখন থেকে প্রতি বছর এই পদক দেওয়া হবে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সাংসদ আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬ জন বরেণ্য আবৃত্তিশিল্পীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদান করা হয়েছে। একই দিন সংস্কৃতিবান্ধব কয়েকটি প্রতিষ্ঠান এবং গুণী আবৃত্তি শিল্পীসহ ৫০ জনকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম থেকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে’ ভূষিত হয়েছেন সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান, ‘বঙ্গবন্ধু আবৃত্তি মরণোত্তর স্মারকে’ ভূষিত হয়েছেন বোধন আবৃত্তি স্কুলের সাবেক অধ্যক্ষ মৃণাল সরকার ও রণজিৎ রক্ষিত। এ ছাড়া ফেনী থেকে বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে ভূষিত হয়েছেন সমরজিৎ দাশ টুটুল।
প্রধানমন্ত্রীর পক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ্ মারুফ স্মারকপ্রাপ্তদের হাতে তুলে দেন ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫