Ajker Patrika

‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে’ ভূষিত চট্টগ্রামের ৪ শিল্পী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ০৩
‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে’ ভূষিত চট্টগ্রামের ৪ শিল্পী

বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেলেন চট্টগ্রামের ৪ বরেণ্য আবৃত্তিশিল্পী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদানের অনুষ্ঠান উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে গুণীজনদের পদক দেন। এখন থেকে প্রতি বছর এই পদক দেওয়া হবে।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সাংসদ আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬ জন বরেণ্য আবৃত্তিশিল্পীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ প্রদান করা হয়েছে। একই দিন সংস্কৃতিবান্ধব কয়েকটি প্রতিষ্ঠান এবং গুণী আবৃত্তি শিল্পীসহ ৫০ জনকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ প্রদান করা হয়েছে।

চট্টগ্রাম থেকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে’ ভূষিত হয়েছেন সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান, ‘বঙ্গবন্ধু আবৃত্তি মরণোত্তর স্মারকে’ ভূষিত হয়েছেন বোধন আবৃত্তি স্কুলের সাবেক অধ্যক্ষ মৃণাল সরকার ও রণজিৎ রক্ষিত। এ ছাড়া ফেনী থেকে বঙ্গবন্ধু আবৃত্তি স্মারকে ভূষিত হয়েছেন সমরজিৎ দাশ টুটুল।

প্রধানমন্ত্রীর পক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ্ মারুফ স্মারকপ্রাপ্তদের হাতে তুলে দেন ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত