Ajker Patrika

‘শিশুর সুস্থতায় বুকের দুধের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০: ৪৫
‘শিশুর সুস্থতায় বুকের  দুধের বিকল্প নেই’

শিশুকে সুস্থ রাখতে জন্মের পর প্রথম ৬ মাস মায়ের বুকের দুধ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। এর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তাঁরা। গতকাল শনিবার সকালে নগরীর জামালখানে চিটাগাং সিনিয়রস ক্লাবের ককটেল লাউঞ্জে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় তাঁরা এমন মন্তব্য করেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার দৃষ্টি শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সভাটি।

এতে বক্তারা বলেন, পরিপূর্ণ সুস্থ-সবল শিশুর জন্য জন্মের পর মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের সঙ্গে সঙ্গে মায়ের শাল দুধই শিশুর প্রথম টিকা ও খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সংক্রামক থেকে শিশুকে দ্রুত রক্ষা করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর খুব দ্রুত শাল দুধ খাওয়ালে মায়ের রক্তক্ষরণ কম হয় ও গর্ভফুল পড়তে সাহায্য করে।

তাঁরা বলেন, শিশুকে সম্পূর্ণ সুস্থ রাখতে হলে জন্মের পর প্রথম ৬ মাস অবশ্যই বুকের দুধ দিতে হবে। এর পর দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি ঘরে তৈরি শিশুর উপযোগী তরল সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার দিতে হবে। তা হলে শারীরিক-মানসিক বিকাশ সাধনসহ শিশুটি বুদ্ধিমান হবে।

এতে বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, পরিচালক (এমএনসি অ্যান্ড এইচ) ডা. মো. সামসুল হক, জাতীয় পুষ্টিসেবার লাইন ডাইরেক্টর ডা. মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. সাখাওয়াত উল্লাহ।

মাল্টিমিডিয়ার মাধ্যমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শমসের তিবরিজ মুরাদ খান ও ডা. নন্দলাল সূত্রধর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত