টিসিবির ট্রাক সেলে মিলছে পচা পেঁয়াজ
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিসিবির গাড়ি থেকে পণ্য কিনে খুশি হয়েছিলেন আমেনা বেগম। কিন্তু পণ্যের প্যাকেট খুলতে তাঁর সেই হাসিমুখ মলিন হয়ে যায়। দেখতে পান দাম দিয়ে কেনা পেঁয়াজের বেশির ভাগই পচা। পরে বিষয়টি পণ্য সরবরাহকারীদের জানিয়েও কোনো সদুত্তর পাননি। উল্টো গাড়িতে থাকা ব্যক্তিরা তাঁকে বলেন, ‘নিলে নেন, না হয়