আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
নিরাপদ সড়ক চাই আন্দোলনের এক কর্মীকে ফোনালাপের মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে। তথ্য ও প্রযুক্তি আইনে করা ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদনের (ফাইনাল রিপোর্ট) বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গতকাল বুধবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে এস কে তোফায়েল হাসানের আদালতে নারাজি আবেদন করেন।
২০১৮ সালের ৪ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে জাকারিয়া দস্তগীর কোতোয়ালি থানায় মামলা দুটি করেছিলেন। গত বছরের ২৩ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র এবং তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ। মামলার অপর আসামির নাম মিলহানুর রহমান নওমী।
বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলায় ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি দাখিল করেছি। আমরা অধিকতর তদন্তের আবেদন করেছি। শুনানির তারিখ দেওয়া হলে আদালতে বিষয়টি তুলে ধরব।’ একই ঘটনায় দুই মামলায় দুই রকম রিপোর্ট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় আনা অভিযোগে তথ্যগত ভুল ছিল বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিবেশ তৈরির জন্য আমীর খসরু মাহমুদ অপর আসামিকে উসকানি দেন। ওই ফোনালাপের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের এক কর্মীকে ফোনালাপের মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে। তথ্য ও প্রযুক্তি আইনে করা ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদনের (ফাইনাল রিপোর্ট) বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গতকাল বুধবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে এস কে তোফায়েল হাসানের আদালতে নারাজি আবেদন করেন।
২০১৮ সালের ৪ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে জাকারিয়া দস্তগীর কোতোয়ালি থানায় মামলা দুটি করেছিলেন। গত বছরের ২৩ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগপত্র এবং তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ। মামলার অপর আসামির নাম মিলহানুর রহমান নওমী।
বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মামলায় ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি দাখিল করেছি। আমরা অধিকতর তদন্তের আবেদন করেছি। শুনানির তারিখ দেওয়া হলে আদালতে বিষয়টি তুলে ধরব।’ একই ঘটনায় দুই মামলায় দুই রকম রিপোর্ট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় আনা অভিযোগে তথ্যগত ভুল ছিল বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিবেশ তৈরির জন্য আমীর খসরু মাহমুদ অপর আসামিকে উসকানি দেন। ওই ফোনালাপের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫