Ajker Patrika

শতভাগ পাসে এগিয়ে কম শিক্ষার্থীর কলেজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১২
Thumbnail image

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন চিটাগং ল্যাবরেটরি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন মাত্র একজন শিক্ষার্থী। তিনি পাস করায় এবার শিক্ষা বোর্ডের শতভাগ পাসের তালিকায় উঠেছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

শুধু ল্যাবরেটরি কলেজ নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার শতভাগ পাসের তালিকায় নাম থাকা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল অনেক কম।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৬৭টি কলেজ থেকে ৯৯ হাজার ৬২৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেন। ১৬টি কলেজের মধ্যে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষায় অংশ নেন মাত্র ২৭ জন। এর মধ্যে চিটাগং ল্যাবরেটরি কলেজ থেকে অংশ নেন মাত্র একজন শিক্ষার্থী। বোয়ালখালীর পশ্চিম কদুরখীল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন মাত্র ২ জন। নগরীর চান্দগাঁও থানার মেরিন সান কলেজ থেকে অংশ নেন ৬ জন। কক্সবাজার সদরের বিয়াম ল্যাবরেটরি (ইংলিশ মিডয়াম) স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন মাত্র ৭ জন। এ ছাড়া নগরীর পাঁচলাইশের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ১১ জন।

শতভাগ পাস করা বাকি ১১টি প্রতিষ্ঠানের মধ্যে তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম কলেজ। এবার এই প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেন। এরপরই আছে নগরীর হালিশহরের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজ থেকে এবার ২৩৮ জন অংশ নিয়ে সবাই পাস করেন।

তৃতীয় স্থানে আছে একই এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে এবার অংশ নেওয়া ২২৫ জনই পাস করেছেন। এর পরে আছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত