সাক্ষাৎকার /কোথায় আছি, কোথায় নেই, এটা বিষয় নয়
পারফরম্যান্স এমন একটা বিষয়, যতই করেন না কেন, সন্তুষ্টি আসাটা আসলে কঠিন। আমার কাছে মনে হয়েছে, আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে পেয়েছি, আরেকটা হলে আমার ১০ উইকেট হতো। এ রকম আরকি ব্যাপারটা। তবু আলহামদুলিল্লাহ ভালো একটা সময় কাটিয়েছি।