Ajker Patrika

শুধু সোহাগকে শাস্তি দিলে হবে না

হাসানুজ্জামান খান বাবলু
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১: ৫২
শুধু সোহাগকে শাস্তি দিলে হবে না

একজন ফুটবলার হিসেবে আমি লজ্জিত। অপমানিত বোধ করছি এটা ভেবে যে আমি এ দেশের একজন ফুটবলার! এ দেশের সরকারের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছি। কিন্তু এই গৌরব নিয়ে আপনাদের সামনে এখন কথা বলার সুযোগ নেই। 

যে ঘটনা ঘটে গেছে, এই ইতিহাস নিয়ে সমাজে রাস্তাঘাট দিয়ে চলা এটা আমার জন্য ভীষণ লজ্জা আর অপমানের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একটা কলঙ্কময় ঘটনা ঘটে গেছে পয়লা বৈশাখের দিনে। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। ফিফা প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের ফুটবলে দুর্নীতির কারণে তোমাদের শাস্তি দেওয়া হলো। আমাদের ফুটবলে যে পেইড সেক্রেটারি আছে, সেই সোহাগকে পানিশমেন্ট দেওয়া হলো। 

আমি মনে করি এটা যথেষ্ট নয়। সেক্রেটারি তার কমিটির হেড, দায়িত্বপ্রাপ্ত যারা, নির্বাচিত যারা, তাদের কথার বাইরে কিছু করতে পারবে—এটা বোঝালে তো বুঝব না। সেক্রেটারি তার প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বোর্ড মেম্বারদের কথার প্রতিফলন ঘটিয়েছে। তাদের খুশি রাখতে গিয়ে যতরকম অনিয়ম, দুর্নীতি—এসব কাজের ব্যত্যয় ঘটিয়েছেন। শাস্তি শুধু সোহাগকে দিলে হবে না। 

আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখব ফুটবল তো শেষ হয়েই গেছে, যতটুকু অবশিষ্ট আছে সেটা আপনি রক্ষা করুন। যারা ফুটবলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারাও শাস্তির আওতায় আসুক। শুধু সেক্রেটারিকে শাস্তি দিয়ে এটার সমাধান হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেক্রেটারি সাহেবকে যদি আইনের আওতায় নেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় সব বেরিয়ে আসবে। আমি তাকে বলির পাঁঠা বলছি না। আমি ফুটবল ফেডারেশনের সেক্রেটারি দায়িত্ব পালন করলে আমার বস যদি কিছু বলে সেটা করতে আমি বাধ্য।

হাসানুজ্জামান খান বাবলু, সাবেক ফুটবলার ও কোচ, জাতীয় দল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত