সোহাগের কলঙ্কিত চেয়ারে বসা নতুন জিএস দায়িত্ব নিয়ে যা ভাবছেন
এত বড় একটা দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়বে, তিন দিন আগেও ভাবেননি ইমরান হোসেন তুষার। দুর্নীতি ও অনিয়মের দায়ে ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার পর বাফুফে আজীবন নিষিদ্ধ করেছে আবু নাঈম সোহাগকে। সোহাগের জায়গায় পরশু ফেডারেশনের আপৎকালীন সাধারণ সম্পাদকের (জিএস) দায়িত্ব বর্তেছে ইমরানের কাঁধে।