Ajker Patrika

লম্বা অপেক্ষায় আপত্তি নেই মুরাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা অপেক্ষায় আপত্তি নেই মুরাদের

২০২০ যুব বিশ্বকাপ জেতার পর মাশরাফি বিন মর্তুজা একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন এক আড্ডায়। যে তিন তরুণ ক্রিকেটারের মধ্যে তিনি ভবিষ্যৎ দেখেছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন হাসান মুরাদ।

মাশরাফির তিন ক্রিকেটারের মধ্যে তাওহীদ হৃদয় আর শরীফুল ইসলাম এসে গেছেন জাতীয় দলে। মুরাদের এখনো পা পড়েনি আন্তর্জাতিক ক্রিকেট। একটু সময় লাগলেও মুরাদ নিজেকে তৈরি করছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দারুণ খেলে।

গত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬ ম্যাচের ৯ ইনিংসে শিকার করেছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ২৮ উইকেট। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গত মৌসুমে ৩ ম্যাচে তাঁর উইকেট ১১টি। জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগের মতো বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ধারাবাহিক ভালো করা মুরাদ এবার আলো ছড়িয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। ৪.১৫ ইকোনমি রেটে পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ২০ উইকেট, তবে স্পিনারদের মধ্যে তিনিই সবার ওপরে।

মুরাদ দারুণ খেললেও তাঁর দল শাইনপুকুর উঠতে পারেনি সুপার লিগে। নিজের ফর্ম নিয়ে সন্তুষ্ট হলেও দলীয় ব্যর্থতা নিয়ে মুরাদের কণ্ঠে আক্ষেপই ঝরল, ‘ব্যক্তিগত পারফরম্যান্স আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পারফরম্যান্সটা যদি দলে আরও বেশি প্রভাব রাখত, দল যদি আরেকটু ভালো করত তাহলে আরও ভালো লাগত। সুপার লিগটা খেলতে পারলে আরও পাঁচ ম্যাচ বাড়ত। তখন হয়তো পারফরম্যান্স আরও এগিয়ে নিতে পারতাম। দলীয় পারফরম্যান্সে আক্ষেপ তো আছেই।’

ঘরোয়া লিগে ধারাবাহিক ভালো করলে জাতীয় দলের সুযোগ পাওয়ার স্বপ্ন ক্রমেই উজ্জ্বল হয়। মুরাদেরও স্বপ্নের পরিধি বাড়ছে। বললেন, ‘আমার কাজ হচ্ছে ভালো খেলা, যে টুর্নামেন্টে খেলি না কেন, আমাকে ভালো করতে হবে।’ তবে ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার বয়সে তরুণ হলেও ভাবনার জায়গায় বেশ পরিণত। জাতীয় দলে সুযোগ পেতে তাঁর লম্বা অপেক্ষায় আপত্তি নেই।

মুরাদ বলছিলেন, ‘একজন খেলোয়াড় সব সময় ভালো করে না। যখন যে ভালো খেলে, তখন হয়তো নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্ট ভাবে, ওকে এখন দেখার সময় হয়েছে। ওকে ওখন জাতীয় দলে অভিষেক করিয়ে দেওয়া যায়। সবাই যদি ভালো খেলতে থাকে সবারই সুযোগ আসবে। হয়তো কারও এক বছর বা দুই বছর পর অভিষেক হবে। আমাদের কাজ হচ্ছে ভালো খেলা। সামনে যত লিগ-টুর্নামেন্ট আছে, সবগুলোয় সেরাটা দেওয়ার।’

ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স নিয়ে মুরাদের মুখে খেলে যাচ্ছে তৃপ্তির আভা, ‘গত ২-৩ বছর ধরে খুব ভালো যাচ্ছে। এর চেয়ে বেশি আর কোনো কিছু আশা করছি না। যখন আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করবে, তখন অবশ্য সেরাটা দেওয়ার চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব, এর বেশি কিছু না।’

মুরাদ জানালেন, ডিপিএলের আগে বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথের ক্যাম্পে গিয়ে দক্ষতা বাড়ানোর কাজ করেছেন তিনি। সেটির ভালো ফলও পেয়েছেন। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলের পারফরম্যান্সে যে তাঁকে আফসোসে পোড়াচ্ছে, সেটি আগেই বলেছে। এখন হাসানের লক্ষ্য, ডিপিএলের অবনমন পর্বে দলকে বাঁচাতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত