সেচ খরচে দিশেহারা কৃষক
বড়ুরায় সেচের পানির বিল বাবদ প্রায় দ্বিগুণ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সেচযন্ত্রের মালিকদের বিরুদ্ধে। এ পরিস্থিতির ভুক্তভোগী উপজেলার প্রায় ৭৮ হাজার কৃষক। কৃষকেরা বলছেন, এক দিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, সার ও বীজের দাম বৃদ্ধি অন্যদিকে পানির বিল বাবদ অতিরিক্ত টাকা দিতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাঁদের।