Ajker Patrika

সড়ক বিভাজকে বেড়া ও ফুটওভার ব্রিজে আলো

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় পারাপারের জন্য ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার করেন না পথচারীরা। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা এড়াতে গত রোববার রাতে ব্যক্তি উদ্যোগ মহাসড়কের বিভাজকের ওপর বেড়া নির্মাণ করে দিয়েছেন আলকরা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। এ ছাড়া রাতে পথচারী ও যাত্রীরা যাতে ফুটওভার ব্রিজটি ব্যবহার করেন, এ জন্য লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলার আলকরা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদাত হোসেন শিমুল ওই বেড়া ও লাইটিংয়ের ব্যবস্থা করেছেন। লাটিমীর এলাকায় মহাসড়ক পারাপারে সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় বিগত সময়ে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। সর্বশেষ গত শুক্রবার রাতে পূর্ব ডেকরা গ্রামের এনামুল হক নিহত হয়েছেন ওই স্থানে।

ফেনী যাওয়ার উদ্দেশে মহাসড়কের ফুটওভার ব্রিজ দিয়ে পার হচ্ছিলেন পুষ্প বেগম। গতকাল তিনি বলেন, মহাসড়কের ডিভাইডারে শিমুলের মেম্বারের উদ্যোগে বেড়া নির্মাণ ও লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তাই বাধ্য হয়ে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করবে। এতে দুর্ঘটনা কমে যাবে। এত দিন ১-২ মিনিট সময় বাঁচাতে গিয়ে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে।

আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের জহিরুল ইসলাম সুমন বলেন, ‘শাহাদাত হোসেন শিমুলের উদ্যোগে লাটিমী এলাকায় মহাসড়কের বিভাজকে বেড়া নির্মাণ ও লাইটিং ব্যবস্থা পথচারীদের অনেক সুবিধা হয়েছে। সত্যিই কাজটি প্রশংসনীয়। এতে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।’

ইউপি সদস্য শাহাদাত হোসেন শিমুল বলেন, ‘গত কয়েক বছর করোনার সময় করোনায় মৃত্যুবরণকারীদের নিজ হাতে দাফন ও নিহতদের পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। সব সময় ভালো কাজের সঙ্গে থাকার চেষ্টা করি।’

শিমুল বলেন, ‘মহাসড়কের বিভাজকে বেড়া নির্মাণের ফলে যদি একজন মানুষও দুর্ঘটনা থেকে রক্ষা পায়, তাহলে একটি পরিবার বাঁচবে। এতে সদকায়ে জারিয়া হিসেবে আমিও সওয়াব পাব।’

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম মনজরুল হক আকন্দ বলেন, ‘জায়গাটি সরেজমিন পরিদর্শন করে স্থায়ী বেড়ার ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত