Ajker Patrika

চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১১: ৪১
চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার

চৌদ্দগ্রামে চেক জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুল হাই মজুমদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আবদুল হাই উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার ঝলমলিয়া গ্রামের আবদুল গাফফার টিপুকে ১২ লাখ টাকার চুক্তিতে ফ্রান্স নেওয়ার কথা বলে সাত লাখ টাকা নেন আবদুল হাই মজুমদার। টাকা নেওয়ার কিছুদিন পর টিপুকে ভারতে নিয়ে গিয়ে তিন-চার লাখ টাকা খরচ করানো হলেও কিন্তু টিপুকে ফ্রান্সে পাঠাতে ব্যর্থ হন আবদুল হাই। পরবর্তীকালে টিপু টাকা ফেরত চাইলে আবদুল হাই টালবাহানা শুরু করেন। টাকার চিন্তায় মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ২০১৮ সালের ৫ মার্চ টিপু ইন্তেকাল করেন। টাকা ফেরত দিতে টালবাহানা করায় টিপুর বাবা আবদুস সাত্তার বাদী হয়ে আবদুল হাইয়ের বিরুদ্ধে আদালতে দুটি চেক জালিয়াতির মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৯ সালে আবদুল হাই মজুমদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে আব্দুল হাইকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত