Ajker Patrika

‘ঐক্যবদ্ধ থাকলে সব পদেই বিজয়ী হবেন নৌকার প্রার্থী’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৩: ৩৩
‘ঐক্যবদ্ধ থাকলে সব পদেই বিজয়ী হবেন নৌকার প্রার্থী’

নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সব পদেই নৌকার প্রার্থী বিজয়ী হবেন বলে মনে করছেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

গত শনিবার রাতে নগরীর রামঘাটে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বাহার বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে কুমিল্লা সিটিতে আমরা মেয়র এবং ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারব।’

কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। শনিবার রাতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সাংসদ বাহার ও নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে সাংসদ বাহার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কুমিল্লার মানুষকে বিভ্রান্ত করতে কাউন্সিলর হওয়ার শক্তি নাই তাঁরাও নমিনেশন চেয়েছে। আমি আপাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কথা দিয়েছি মেয়র পদ উপহার দেব।’

সভায় উপস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ‘আমাদের প্রার্থী জয় লাভ করবে। জয়ের কোনো বিকল্প নাই। মেয়র পদটিতে জয় লাভ করার জন্য প্রয়োজনীয় সব করতে হবে।’

মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনাকে মেয়র পদটি উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত