শাহ আলম কোথায় উৎকণ্ঠায় মা-বাবা
নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে নিখোঁজ হওয়া দুই পুলিশ সদস্যের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের শাহ আলম। সন্তানের এমন উধাও হওয়া নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর দরিদ্র মা-বাবা। তাঁদের প্রশ্ন, এত নিরাপত্তার মধ্যেও শাহ আলম কীভাবে নিখোঁজ হলেন?