Ajker Patrika

চার দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ চার বোনের

নাঙ্গলকোট প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৯: ১১
Thumbnail image

নিখোঁজের চার দিনেও খোঁজ মেলেনি নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন থেকে নিখোঁজ চার বোনের। গত বৃহস্পতিবার সকালে নানাবাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেছেন তাদের বাবা মুজিবুল হক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মৌকরা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা মজিবুল হক। মজিবুল হক দীর্ঘদিন দাফন সেবা ও লাশ গোসল দিয়ে আসছেন। তাঁর চার মেয়ে, কোনো ছেলে নেই। তাঁর মেয়েদের বয়স যথাক্রমে ১৭, ১৪, ১২ ও ৬। বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের, মেজো মেয়ে অষ্টম, সেজো মেয়ে ষষ্ঠ শ্রেণির এবং ছোট মেয়ে স্থানীয় আরকেটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার একই ইউনিয়নের আরেকটি গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় চার বোন। পর দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নানা বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয় তারা। এরপর থেকে তাদের কেউই বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মেয়েরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তাদের সন্ধান মেলে না। সর্বশেষ গত শুক্রবার সব আত্মীয়-স্বজন ও সহপাঠীদের বাড়িতে সন্ধান না পেয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন তাঁদের বাবা মুজিবুল হক।

নিখোঁজ মেয়েদের বাবা মুজিবুল হক বলেন, ‘আমার কোনো ছেলে সন্তান নেই। আদরের চার মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে কোথায় যে চলে গেল বলতে পারছি না। সব আত্মীয়-স্বজন, মেয়েদের সব সহপাঠীদের বাড়িতে খোঁজ নিয়েছি, কোথাও তাদের খোঁজ মেলেনি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবেই হোক আমার সন্তানদের আমার কাছে ফিরিয়ে দেন।’

এদিকে এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চার মেয়েকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসন ও সবার সহযোগিতা চেয়েছে নিখোঁজ মেয়েদের পরিবার।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘এ বিষয়ে নিখোঁজ মেয়েদের বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। চার বোনকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত