মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম
নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে নিখোঁজ হওয়া দুই পুলিশ সদস্যের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের শাহ আলম। সন্তানের এমন উধাও হওয়া নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর দরিদ্র মা-বাবা। তাঁদের প্রশ্ন, এত নিরাপত্তার মধ্যেও শাহ আলম কীভাবে নিখোঁজ হলেন?
গতকাল শনিবার বিকেলে শাহ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ‘বাবা শাহজাহান রিকশা চালানো শেষে গরুর পরিচর্যা করছেন। মা শিরিনা বেগম গরুর জন্য ভাতের মাড় আনতে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন। বাড়িতে থাকার জন্য রয়েছে নড়বড়ে দুটি ঘর।
শাহ আলমের বাবা শাহজাহান বলেন, ‘আমার ছেলে বর্তমানে কোথায় আছে, তা আমি জানি না। নেদারল্যান্ডসে যাওয়ার আগে বলে গিয়েছিল, প্রশিক্ষণের জন্য সেখানে যাচ্ছে। তারপর থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিন-চার দিন আগে বাড়িতে পুলিশ সদস্যরা এসে ছেলের খোঁজ করার সময় আমাদের জানান, শাহ আলম সেখান থেকে পালিয়ে গেছে। এরপর থেকে প্রশাসন আমাদের ওপর কড়া নজরদারি রেখেছে। বারবার থানায় ডেকে নেওয়া হচ্ছে, রেখে দেওয়া হয়েছে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি।
শাহ আলমের মা শিরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যাওয়ার আগে সে আমাদের বলে গেছে, উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে যাচ্ছে। তারপর থেকে আমার ছেলের সঙ্গে যোগাযোগ নেই। পুলিশ বলছে, আমার ছেলে নাকি সেখান থেকে পালিয়ে গেছে। সে কোথায় আছে, কীভাবে আছে আমরা কিছুই জানি না।’
চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘নেদারল্যান্ডসের প্রশিক্ষণ থেকে পালিয়ে শাহ আলম বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করেছে। আমি আশা করি, তিনি তাঁর ভুল বুঝতে পারবেন এবং দেশে ফিরে আত্মসমর্পণ করে পুনরায় পুলিশ বাহিনীতে যোগ দেবেন।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মৌখিকভাবে শাহ আলমের পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। এর বাইরে এখন আর কিছুই বলতে পারব না।’
৯ মে শাহ আলমসহ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি)-৮ এর সদস্য হিসেবে ডগ স্কোয়াডের প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডস গিয়েছিলেন। এর মধ্যে ছয়জন গত ২৪ মে দেশে ফিরে এলেও শাহ আলম ও কক্সবাজারের রাসেল চন্দ্র দে নামে দুজন ফেরত আসেননি। দেশে ফেরার আগের দিন তাঁরা কৌশলে হোটেল থেকে পালিয়ে যান।
নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে নিখোঁজ হওয়া দুই পুলিশ সদস্যের মধ্যে একজন হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের শাহ আলম। সন্তানের এমন উধাও হওয়া নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর দরিদ্র মা-বাবা। তাঁদের প্রশ্ন, এত নিরাপত্তার মধ্যেও শাহ আলম কীভাবে নিখোঁজ হলেন?
গতকাল শনিবার বিকেলে শাহ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ‘বাবা শাহজাহান রিকশা চালানো শেষে গরুর পরিচর্যা করছেন। মা শিরিনা বেগম গরুর জন্য ভাতের মাড় আনতে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন। বাড়িতে থাকার জন্য রয়েছে নড়বড়ে দুটি ঘর।
শাহ আলমের বাবা শাহজাহান বলেন, ‘আমার ছেলে বর্তমানে কোথায় আছে, তা আমি জানি না। নেদারল্যান্ডসে যাওয়ার আগে বলে গিয়েছিল, প্রশিক্ষণের জন্য সেখানে যাচ্ছে। তারপর থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিন-চার দিন আগে বাড়িতে পুলিশ সদস্যরা এসে ছেলের খোঁজ করার সময় আমাদের জানান, শাহ আলম সেখান থেকে পালিয়ে গেছে। এরপর থেকে প্রশাসন আমাদের ওপর কড়া নজরদারি রেখেছে। বারবার থানায় ডেকে নেওয়া হচ্ছে, রেখে দেওয়া হয়েছে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি।
শাহ আলমের মা শিরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যাওয়ার আগে সে আমাদের বলে গেছে, উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে যাচ্ছে। তারপর থেকে আমার ছেলের সঙ্গে যোগাযোগ নেই। পুলিশ বলছে, আমার ছেলে নাকি সেখান থেকে পালিয়ে গেছে। সে কোথায় আছে, কীভাবে আছে আমরা কিছুই জানি না।’
চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘নেদারল্যান্ডসের প্রশিক্ষণ থেকে পালিয়ে শাহ আলম বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করেছে। আমি আশা করি, তিনি তাঁর ভুল বুঝতে পারবেন এবং দেশে ফিরে আত্মসমর্পণ করে পুনরায় পুলিশ বাহিনীতে যোগ দেবেন।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মৌখিকভাবে শাহ আলমের পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। এর বাইরে এখন আর কিছুই বলতে পারব না।’
৯ মে শাহ আলমসহ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি)-৮ এর সদস্য হিসেবে ডগ স্কোয়াডের প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডস গিয়েছিলেন। এর মধ্যে ছয়জন গত ২৪ মে দেশে ফিরে এলেও শাহ আলম ও কক্সবাজারের রাসেল চন্দ্র দে নামে দুজন ফেরত আসেননি। দেশে ফেরার আগের দিন তাঁরা কৌশলে হোটেল থেকে পালিয়ে যান।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪