কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস সংলগ্ন ‘হাজী ভিলা’ ভবনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়, গত ৬ মে (শুক্রবার) দুপুর ১টা ৬ মিনিটে ভবনের সামনে অজ্ঞাতনামা একজন মোটরবাইক আরোহীকে নামতে দেখা যায়। একপর্যায়ে তিনি চতুর্থ তলার ফ্ল্যাটে প্রবেশ করেন। কুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদিতি সরকার ও আইন বিভাগের প্রভাষক সাদিয়া তাবাসুমের ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় বাসায় কেউই ছিলেন না।
ভবন মালিক ফরিদ মিয়া বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী অদিতি সরকার জানান, ঘটনার দিন সকালে তিনি ঢাকা গিয়েছিলেন। পরে ফিরে এসে দেখেন ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। রুমে প্রবেশ করে দেখেন স্বর্ণালংকার, হিরার আংটি চুরি হয়েছে। অপরদিকে, কুবির আরেক শিক্ষকের বাসা থেকেও ল্যাপটপসহ মালামাল চুরি হয়েছে। বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। চোরকে ধরার চেষ্টা চলছে।
কুবির ভারপ্রাপ্ত প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকেরা কিছু জানাননি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস সংলগ্ন ‘হাজী ভিলা’ ভবনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়, গত ৬ মে (শুক্রবার) দুপুর ১টা ৬ মিনিটে ভবনের সামনে অজ্ঞাতনামা একজন মোটরবাইক আরোহীকে নামতে দেখা যায়। একপর্যায়ে তিনি চতুর্থ তলার ফ্ল্যাটে প্রবেশ করেন। কুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদিতি সরকার ও আইন বিভাগের প্রভাষক সাদিয়া তাবাসুমের ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় বাসায় কেউই ছিলেন না।
ভবন মালিক ফরিদ মিয়া বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী অদিতি সরকার জানান, ঘটনার দিন সকালে তিনি ঢাকা গিয়েছিলেন। পরে ফিরে এসে দেখেন ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। রুমে প্রবেশ করে দেখেন স্বর্ণালংকার, হিরার আংটি চুরি হয়েছে। অপরদিকে, কুবির আরেক শিক্ষকের বাসা থেকেও ল্যাপটপসহ মালামাল চুরি হয়েছে। বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। চোরকে ধরার চেষ্টা চলছে।
কুবির ভারপ্রাপ্ত প্রক্টর মাহবুবুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকেরা কিছু জানাননি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫