‘ধোনি অধিনায়ক হলে আইপিএল জিতত বেঙ্গালুরু’
তারকা খচিত খেলোয়াড় নিয়ে প্রত্যেক আইপিএলেই খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অথচ এখনও পর্যন্ত শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরুর। ওয়াসিম আকরামের মতে, মহেন্দ্র ধোনি অধিনায়ক হলে আইপিএল জিতত বেঙ্গালুরু।
এই নিয়ে ১৬তম আইপিএল চলছে। এর আগের ১৫ মৌসুমে বেঙ্গালুরু ফাইনাল খেলেছে তিনবার। ২০০৯,২০১১, ২০