ক্রীড়া ডেস্ক
আইপিএল মানেই বিচিত্র সব ঘটনা। খেলোয়াড়দের ঝগড়া, স্লো ওভার রেটে জরিমানা-এগুলো তো খুবই সাধারণ ব্যাপার। এবার ঘটেছে অন্যরকম এক ঘটনা। ভাঙা হাত নিয়ে পারফর্ম করতে দেখা গেছে চিয়ারলিডারকে। তাতে ভীষণ সমালোচিত হতে হচ্ছে আইপিএল কর্তৃপক্ষকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস-সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে গুজরাট। গুজরাটের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারের মধ্যে ক্যামেরা চলে যায় হায়দরাদের চিয়ারলিডারদের দিকে। ক্যামেরাতে দেখা যায়, তিন জন চিয়ারলিডার নাচছেন। যার মধ্যে মাঝের জনের ডান হাতে ব্যান্ডেজ করা। এই ভাঙা হাত নিয়েও তিনি পারফর্ম করে গেছেন।
ভাঙা হাত নিয়ে চিয়ারলিডারের পারফরম্যান্সের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুতই। এমন ঘটনায় ভক্তরা ক্ষোভ ঝেরেছেন আইপিএলের ওপর। রোয়ান নামের একজন টুইট করেছেন, ‘এক চিয়ারলিডারের হাত ভাঙা। অথচ বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ তাকে দিয়ে পারফর্ম করাচ্ছে। কি লজ্জা।’ বিজেন্দ্র শানবাগ নামের আরেকজন তো ভাষাই হারিয়ে ফেলেছেন। তিনি টুইট করেছেন, ‘আমি জানি না এখানে কী বলব। এখানে কি টাকার সমস্যা না চিয়ারলিডারের সংখ্যা কম। এটা তো ভালো কিছু না। এমন ঘটনা কোনো দলেরই মেনে নেওয়া উচিত না। পারফরম্যান্সে তো হায়দরাবাদের ভরাডুবি হয়েছেই, মানবিকতারও বিপর্যয় হয়েছে। অসুস্থ চিয়ারলিডারদের জোর করে পারফর্ম করা উচিত না।’
শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। ৩৪ রানে হেরে আইপিএলে প্লে অফ থেকে বাদও পড়ে গেছে তারা। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। আর ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট।
আইপিএল মানেই বিচিত্র সব ঘটনা। খেলোয়াড়দের ঝগড়া, স্লো ওভার রেটে জরিমানা-এগুলো তো খুবই সাধারণ ব্যাপার। এবার ঘটেছে অন্যরকম এক ঘটনা। ভাঙা হাত নিয়ে পারফর্ম করতে দেখা গেছে চিয়ারলিডারকে। তাতে ভীষণ সমালোচিত হতে হচ্ছে আইপিএল কর্তৃপক্ষকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস-সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে গুজরাট। গুজরাটের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারের মধ্যে ক্যামেরা চলে যায় হায়দরাদের চিয়ারলিডারদের দিকে। ক্যামেরাতে দেখা যায়, তিন জন চিয়ারলিডার নাচছেন। যার মধ্যে মাঝের জনের ডান হাতে ব্যান্ডেজ করা। এই ভাঙা হাত নিয়েও তিনি পারফর্ম করে গেছেন।
ভাঙা হাত নিয়ে চিয়ারলিডারের পারফরম্যান্সের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুতই। এমন ঘটনায় ভক্তরা ক্ষোভ ঝেরেছেন আইপিএলের ওপর। রোয়ান নামের একজন টুইট করেছেন, ‘এক চিয়ারলিডারের হাত ভাঙা। অথচ বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ তাকে দিয়ে পারফর্ম করাচ্ছে। কি লজ্জা।’ বিজেন্দ্র শানবাগ নামের আরেকজন তো ভাষাই হারিয়ে ফেলেছেন। তিনি টুইট করেছেন, ‘আমি জানি না এখানে কী বলব। এখানে কি টাকার সমস্যা না চিয়ারলিডারের সংখ্যা কম। এটা তো ভালো কিছু না। এমন ঘটনা কোনো দলেরই মেনে নেওয়া উচিত না। পারফরম্যান্সে তো হায়দরাবাদের ভরাডুবি হয়েছেই, মানবিকতারও বিপর্যয় হয়েছে। অসুস্থ চিয়ারলিডারদের জোর করে পারফর্ম করা উচিত না।’
শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। ৩৪ রানে হেরে আইপিএলে প্লে অফ থেকে বাদও পড়ে গেছে তারা। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। আর ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট।
আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
৩ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৩ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
৫ ঘণ্টা আগে