আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির খরা অনেক আগেই কাটিয়েছেন বিরাট কোহলি। বাকি ছিল আইপিএলে। গতকাল ফ্র্যাঞ্চাইজি লিগেও সেঞ্চুরি করলেন তিনি। তাঁর সেঞ্চুরি ও ফাফ ডু প্লেসিসের ৭১ রানের ইনিংসে ভর করে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে সেঞ্চুরির চেয়েও ম্যাচ শেষে কোহলির উদ্যাপন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। যে উদ্যাপনটা ভারতীয় ব্যাটার করেছেন তাতে অবশ্য সাড়া পড়ার কথাই। গোল করার পর যা করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুকে দুই হাত রেখে দাঁড়িয়ে শান্তির ঘুম।
প্রিয় ফুটবলার রোনালদোর ট্রেডমার্ক উদ্যাপন কোহলি একাই করেননি বেঙ্গালুরুর দুই সতীর্থ মোহাম্মদ সিরাজ ও ওয়েন পারনেলকে নিয়ে করেছেন। পাশ থেকে তাঁদের উদ্যাপন দেখে হাসছিলেন উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক ও লেগ স্পিনার কর্ণ শর্মা। বেঙ্গালুরুর ত্রয়ীদের দেখে তখন মনে হচ্ছিল যেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ীকে ধ্যানে খুঁজছিলেন তাঁরা।
সর্বশেষ ২০১৯ সালের আইপিএলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। দীর্ঘ ৪ বছর পর সেঞ্চুরি করে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ সেঞ্চুরি মালিকও হয়েছেন ভারতীয় ব্যাটার। স্বস্তির সেঞ্চুরির উদ্যাপন মাঠে করার পর ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে প্রিয় খেলোয়াড়কে স্মরণ করেন কোহলি।
গতকাল ৬২ বলে সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য আউট হয়েছেন কোহলি। নিজের ১৩ তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেও এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ‘রান মেশিন’। ৪৪.৮৩ গড়ে ৫৩৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে আছেন তিনি। গতকালের সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সমান ম্যাচে ৮ ফিফটিতে ৭০২ রান নিয়ে শীর্ষে তাঁরই দলের অধিনায়ক ডু প্লেসিস।
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির খরা অনেক আগেই কাটিয়েছেন বিরাট কোহলি। বাকি ছিল আইপিএলে। গতকাল ফ্র্যাঞ্চাইজি লিগেও সেঞ্চুরি করলেন তিনি। তাঁর সেঞ্চুরি ও ফাফ ডু প্লেসিসের ৭১ রানের ইনিংসে ভর করে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে সেঞ্চুরির চেয়েও ম্যাচ শেষে কোহলির উদ্যাপন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। যে উদ্যাপনটা ভারতীয় ব্যাটার করেছেন তাতে অবশ্য সাড়া পড়ার কথাই। গোল করার পর যা করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুকে দুই হাত রেখে দাঁড়িয়ে শান্তির ঘুম।
প্রিয় ফুটবলার রোনালদোর ট্রেডমার্ক উদ্যাপন কোহলি একাই করেননি বেঙ্গালুরুর দুই সতীর্থ মোহাম্মদ সিরাজ ও ওয়েন পারনেলকে নিয়ে করেছেন। পাশ থেকে তাঁদের উদ্যাপন দেখে হাসছিলেন উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক ও লেগ স্পিনার কর্ণ শর্মা। বেঙ্গালুরুর ত্রয়ীদের দেখে তখন মনে হচ্ছিল যেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ীকে ধ্যানে খুঁজছিলেন তাঁরা।
সর্বশেষ ২০১৯ সালের আইপিএলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। দীর্ঘ ৪ বছর পর সেঞ্চুরি করে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ সেঞ্চুরি মালিকও হয়েছেন ভারতীয় ব্যাটার। স্বস্তির সেঞ্চুরির উদ্যাপন মাঠে করার পর ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে প্রিয় খেলোয়াড়কে স্মরণ করেন কোহলি।
গতকাল ৬২ বলে সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য আউট হয়েছেন কোহলি। নিজের ১৩ তম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেও এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ‘রান মেশিন’। ৪৪.৮৩ গড়ে ৫৩৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে আছেন তিনি। গতকালের সেঞ্চুরির বিপরীতে ৬ ফিফটি করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সমান ম্যাচে ৮ ফিফটিতে ৭০২ রান নিয়ে শীর্ষে তাঁরই দলের অধিনায়ক ডু প্লেসিস।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে