যশস্বী জয়সওয়াল এবারের আইপিএলে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। পাল্লা দিয়ে রান করা জয়সওয়াল গতকাল করেছেন আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। রেকর্ড গড়া এই জয়সওয়ালকে সত্যিকারের প্রতিভাবান ক্রিকেটার মনে করেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। কলকাতার দেওয়া ১৫০-এর লক্ষ্যে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন জয়সওয়াল। প্রথম ওভারে একাই নিয়েছেন ২৬ রান। নীতিশ রানার করা ওভারে দুই ছক্কা ও তিন চার মারেন এই বাঁহাতি ব্যাটার। এরপর তৃতীয় ওভার করতে আসা শার্দুল ঠাকুরকে হ্যাটট্রিক চার মারেন জয়সওয়াল। আর এই ওভারের পঞ্চম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে নেন ১ রান। ১৩ বলে ৫০ করে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন জয়সওয়াল। ৪৭ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
রেকর্ড গড়ার পর বেশ প্রশংসিত হচ্ছেন জয়সওয়াল। এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে কোহলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘ওয়াও। অন্যতম সেরা ব্যাটিং আমি দেখেছি। সে (জয়সওয়াল) দারুণ প্রতিভাবান।’ জয়সওয়ালের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘তার আসলেই প্রতিভা আছে। ঘরোয়া ক্রিকেটে সে দারুণ খেলেছে, সেই ফর্মটাই সে টেনে নিয়ে গেছেন। সে, ভারতীয় দল ও রাজস্থান রয়্যালসের জন্য তা ভালো।’
এর আগে গত ৩০ এপ্রিল আইপিএলের ১০০০তম ম্যাচে সেঞ্চুরি করেন জয়সওয়াল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। সেবার অবশ্য রাজস্থানের এই ওপেনার ছিলেন পরাজিত দলে। সেই ম্যাচেও হয়েছিলেন ম্যাচসেরা।
যশস্বী জয়সওয়াল এবারের আইপিএলে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। পাল্লা দিয়ে রান করা জয়সওয়াল গতকাল করেছেন আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। রেকর্ড গড়া এই জয়সওয়ালকে সত্যিকারের প্রতিভাবান ক্রিকেটার মনে করেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। কলকাতার দেওয়া ১৫০-এর লক্ষ্যে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন জয়সওয়াল। প্রথম ওভারে একাই নিয়েছেন ২৬ রান। নীতিশ রানার করা ওভারে দুই ছক্কা ও তিন চার মারেন এই বাঁহাতি ব্যাটার। এরপর তৃতীয় ওভার করতে আসা শার্দুল ঠাকুরকে হ্যাটট্রিক চার মারেন জয়সওয়াল। আর এই ওভারের পঞ্চম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে নেন ১ রান। ১৩ বলে ৫০ করে আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নেন জয়সওয়াল। ৪৭ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
রেকর্ড গড়ার পর বেশ প্রশংসিত হচ্ছেন জয়সওয়াল। এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে কোহলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘ওয়াও। অন্যতম সেরা ব্যাটিং আমি দেখেছি। সে (জয়সওয়াল) দারুণ প্রতিভাবান।’ জয়সওয়ালের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘তার আসলেই প্রতিভা আছে। ঘরোয়া ক্রিকেটে সে দারুণ খেলেছে, সেই ফর্মটাই সে টেনে নিয়ে গেছেন। সে, ভারতীয় দল ও রাজস্থান রয়্যালসের জন্য তা ভালো।’
এর আগে গত ৩০ এপ্রিল আইপিএলের ১০০০তম ম্যাচে সেঞ্চুরি করেন জয়সওয়াল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। সেবার অবশ্য রাজস্থানের এই ওপেনার ছিলেন পরাজিত দলে। সেই ম্যাচেও হয়েছিলেন ম্যাচসেরা।
রাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
২০ মিনিট আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
১ ঘণ্টা আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
২ ঘণ্টা আগে