ক্রীড়া ডেস্ক
আগে থেকেই একটা শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে গেল-ইংলিশ মৌসুম শেষ জফরা আর্চারের।
না, ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের দল ঘোষণা করেনি ইংল্যান্ড। আজ তারা দল দিয়েছে অ্যাশেজের প্রস্তুত হিসেবে ১ জুন শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের। সেই দল ঘোষণার সময়ই জানিয়ে দেওয়া হলো, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট তো নয়ই, অ্যাশেজ সিরিজেও খেলা হচ্ছে না জফরা আর্চারের। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক ইংলিশ পেসারের ডান কনুইয়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। ফলে জফরা আর্চার গ্রীষ্মের বাকি সময় দলের বাইরে থাকবেন এবং ইংল্যান্ড ও সাসেক্সের মেডিকেল দলের সঙ্গে কাজ করবেন।
চোট কাটিয়ে গত জানুয়ারিতেই মাঠে ফিরেছিলেন আর্চার। তবে সেই ফেরাটা বেশি লম্বা হয়নি। আর্চারকে নিয়ে আর্চারকে নিয়ে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘সময়টা জফরা আর্চারের জন্য খুবই হতাশার। আগেও কনুইয়ের চোটে লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। সাম্প্রতিক সেটি ফিরে আসার আগে তার উন্নতি ভালোই হচ্ছিল। তার সেরে ওঠার জন্য আমরা শুভকামনা জানাই।’
চলতি আইপিএলে খেলতে ভারতে গেলেও মাত্র পাঁচ ম্যাচ খেলেই কনুইয়ের পরিচর্যার জন্য দেশে ফিরে যান আর্চার। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল, আগামী অ্যাশেজে হয়তো পাওয়া যাবে না ইংলিশ এই পেসারকে।
আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণায় একটা চমক দেখিয়েছেন ইসিবির নির্বাচকেরা। দল ঘোষণায় উইকেটকিপার হিসেবে বেন ফোকসের জায়গায় দলে নেয়া হয়েছে জনি বেয়ারস্টোকে। তাহলে কি আয়ারল্যান্ড টেস্টের পর অ্যাশেজেও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন বেয়ারস্টো? দল ঘোষণাকালে রব কি বললেন, ‘বেন ফোকসকে দলের বাইরে রাখাটা ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত ছিল।’
আগে থেকেই একটা শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে গেল-ইংলিশ মৌসুম শেষ জফরা আর্চারের।
না, ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের দল ঘোষণা করেনি ইংল্যান্ড। আজ তারা দল দিয়েছে অ্যাশেজের প্রস্তুত হিসেবে ১ জুন শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের। সেই দল ঘোষণার সময়ই জানিয়ে দেওয়া হলো, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট তো নয়ই, অ্যাশেজ সিরিজেও খেলা হচ্ছে না জফরা আর্চারের। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক ইংলিশ পেসারের ডান কনুইয়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। ফলে জফরা আর্চার গ্রীষ্মের বাকি সময় দলের বাইরে থাকবেন এবং ইংল্যান্ড ও সাসেক্সের মেডিকেল দলের সঙ্গে কাজ করবেন।
চোট কাটিয়ে গত জানুয়ারিতেই মাঠে ফিরেছিলেন আর্চার। তবে সেই ফেরাটা বেশি লম্বা হয়নি। আর্চারকে নিয়ে আর্চারকে নিয়ে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘সময়টা জফরা আর্চারের জন্য খুবই হতাশার। আগেও কনুইয়ের চোটে লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। সাম্প্রতিক সেটি ফিরে আসার আগে তার উন্নতি ভালোই হচ্ছিল। তার সেরে ওঠার জন্য আমরা শুভকামনা জানাই।’
চলতি আইপিএলে খেলতে ভারতে গেলেও মাত্র পাঁচ ম্যাচ খেলেই কনুইয়ের পরিচর্যার জন্য দেশে ফিরে যান আর্চার। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল, আগামী অ্যাশেজে হয়তো পাওয়া যাবে না ইংলিশ এই পেসারকে।
আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণায় একটা চমক দেখিয়েছেন ইসিবির নির্বাচকেরা। দল ঘোষণায় উইকেটকিপার হিসেবে বেন ফোকসের জায়গায় দলে নেয়া হয়েছে জনি বেয়ারস্টোকে। তাহলে কি আয়ারল্যান্ড টেস্টের পর অ্যাশেজেও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন বেয়ারস্টো? দল ঘোষণাকালে রব কি বললেন, ‘বেন ফোকসকে দলের বাইরে রাখাটা ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত ছিল।’
আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
৩ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৩ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
৪ ঘণ্টা আগে