Ajker Patrika

১৬ কোটির আইপিএল নয়, স্টোকসের কাছে জাতীয় দল আগে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২৩, ১৬: ০৬
Thumbnail image

অ্যাশেজ শুরু হতে এখনো বাকি এক মাস। বেন স্টোকসের ভাবনায় যেন সেই অ্যাশেজ। ঘরের মাঠে অ্যাশেজ খেলতে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন স্টোকস। ক্রিকইনফো জানিয়েছে, চেন্নাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ শেষে যুক্তরাজ্যে ফিরবেন ইংলিশ এই অলরাউন্ডার। ২০ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চেন্নাই। অ্যাশেজের আগে ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে এই টেস্টকে পাখির চোখ করে রেখেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কও তিনি।

চোটে জর্জর মৌসুম এবারের আইপিএলে কাটিয়েছেন স্টোকস। চেন্নাইয়ের জার্সিতে দেখা গেছে দুই ম্যাচে। ১০৭.১৪ স্ট্রাইক রেটে করেছেন ১৫ রান আর এক ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। গত ২২ এপ্রিল চেন্নাইয়ের প্রধান কোচ জানিয়েছিলেন, চোটে পড়ে স্টোকস এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। চোট কাটিয়ে সেরে উঠলেও তাঁকে দেখা যায়নি চেন্নাইয়ের একাদশে। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ভারতীয় ১৬ কোটি ২৫ লাখ রূপিতে ইংলিশ এই অলরাউন্ডারকে কিনেছিল চেন্নাই।

এজবাস্টনে ১৬ জুন শুরু হবে অ্যাশেজ। এরপর লর্ডসে ২৮ জুন হবে দ্বিতীয় টেস্ট। ৬ ও ১৯ জুলাই হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। এই দুই টেস্টের ভেন্যু লিডস ও ম্যানচেস্টার। আর লন্ডনের ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত