ক্রীড়া ডেস্ক
এক বছরের মধ্যে আইপিএলে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে গতবার রানের ফুলঝুরি ছুটিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
গতবারের মতো এবারও বাটলার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল ধর্মশালায় চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। ৪ বলে ০ রান করে এবারের আইপিএলে পাঁচবার ডাক মারেন তিনি, যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে ডাক মেরেছেন ছয় ক্রিকেটার। যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এউইন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান-চারটি করে ডাক মেরেছেন।
বাটলারের ডাকের দিন গতকাল ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রাজস্থান। ১৪ ম্যাচে ৭টি করে জয় ও পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। প্লে অফ খেলতে হলে সঞ্জু স্যামসনের দলকে তাকিয়ে থকতে হবে আজ ও আগামীকাল হতে যাওয়া আইপিএলের গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের দিকে। রাজস্থানের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন বাটলার। ২৮ গড় ও ১৩৯.০১ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন তিনি। পাঁচটি ডাকের পাশাপাশি করেছেন চার ফিফটি।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক:
৫: জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪: হার্শেল গিবস (ডেকান চার্জার্স) : ২০০৯
৪: মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪: মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪: এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪: নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১
এক বছরের মধ্যে আইপিএলে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে গতবার রানের ফুলঝুরি ছুটিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
গতবারের মতো এবারও বাটলার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল ধর্মশালায় চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। ৪ বলে ০ রান করে এবারের আইপিএলে পাঁচবার ডাক মারেন তিনি, যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে ডাক মেরেছেন ছয় ক্রিকেটার। যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এউইন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান-চারটি করে ডাক মেরেছেন।
বাটলারের ডাকের দিন গতকাল ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রাজস্থান। ১৪ ম্যাচে ৭টি করে জয় ও পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। প্লে অফ খেলতে হলে সঞ্জু স্যামসনের দলকে তাকিয়ে থকতে হবে আজ ও আগামীকাল হতে যাওয়া আইপিএলের গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের দিকে। রাজস্থানের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন বাটলার। ২৮ গড় ও ১৩৯.০১ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন তিনি। পাঁচটি ডাকের পাশাপাশি করেছেন চার ফিফটি।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক:
৫: জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪: হার্শেল গিবস (ডেকান চার্জার্স) : ২০০৯
৪: মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪: মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪: এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪: নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৭ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
২৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
১ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক। এই মাসের পর আর নির্বাচক প্যানেলে থাকছেন না তিনি। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাচক হিসেবে নিজের অপূর
১ ঘণ্টা আগে