এক বছরের মধ্যে আইপিএলে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে গতবার রানের ফুলঝুরি ছুটিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
গতবারের মতো এবারও বাটলার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল ধর্মশালায় চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। ৪ বলে ০ রান করে এবারের আইপিএলে পাঁচবার ডাক মারেন তিনি, যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে ডাক মেরেছেন ছয় ক্রিকেটার। যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এউইন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান-চারটি করে ডাক মেরেছেন।
বাটলারের ডাকের দিন গতকাল ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রাজস্থান। ১৪ ম্যাচে ৭টি করে জয় ও পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। প্লে অফ খেলতে হলে সঞ্জু স্যামসনের দলকে তাকিয়ে থকতে হবে আজ ও আগামীকাল হতে যাওয়া আইপিএলের গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের দিকে। রাজস্থানের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন বাটলার। ২৮ গড় ও ১৩৯.০১ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন তিনি। পাঁচটি ডাকের পাশাপাশি করেছেন চার ফিফটি।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক:
৫: জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪: হার্শেল গিবস (ডেকান চার্জার্স) : ২০০৯
৪: মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪: মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪: এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪: নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১
এক বছরের মধ্যে আইপিএলে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে গতবার রানের ফুলঝুরি ছুটিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
গতবারের মতো এবারও বাটলার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল ধর্মশালায় চলতি আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। ৪ বলে ০ রান করে এবারের আইপিএলে পাঁচবার ডাক মারেন তিনি, যা আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে ডাক মেরেছেন ছয় ক্রিকেটার। যার মধ্যে ২০২১ সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এউইন মরগান ও পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান-চারটি করে ডাক মেরেছেন।
বাটলারের ডাকের দিন গতকাল ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রাজস্থান। ১৪ ম্যাচে ৭টি করে জয় ও পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে তারা। প্লে অফ খেলতে হলে সঞ্জু স্যামসনের দলকে তাকিয়ে থকতে হবে আজ ও আগামীকাল হতে যাওয়া আইপিএলের গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের দিকে। রাজস্থানের সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন বাটলার। ২৮ গড় ও ১৩৯.০১ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন তিনি। পাঁচটি ডাকের পাশাপাশি করেছেন চার ফিফটি।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক:
৫: জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪: হার্শেল গিবস (ডেকান চার্জার্স) : ২০০৯
৪: মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪: মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪: এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪: নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
৪ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
৪ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৭ ঘণ্টা আগে