Ajker Patrika

বোর্ড থেকে সরে যাওয়ার পরও নিরাপত্তা বাড়ল সৌরভের

আপডেট : ১৯ মে ২০২৩, ১২: ৪৩
বোর্ড থেকে সরে যাওয়ার পরও নিরাপত্তা বাড়ল সৌরভের

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বে না থাকলেও সৌরভ গাঙ্গুলী ঠিকই আছেন ক্রিকেটের সঙ্গে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি। এবার জোরদার করা হয়েছে তাঁর নিরাপত্তাব্যবস্থাও। আগের চেয়ে বেশি নিরাপত্তাকর্মী পাচ্ছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

পশ্চিমবঙ্গ সরকার সৌরভের নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি পুলিশের এক সূত্রের। ওয়াই ক্যাটাগরি থেকে জেড ক্যাটেগরিতে নেওয়া হয়েছে সৌরভের নিরাপত্তাব্যবস্থা। এক সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘তাঁর (গাঙ্গুলী) ভিভিআইপি নিরাপত্তার মেয়াদ চলে যাওয়ার পর নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করা হয়েছে। গাঙ্গুলীর নিরাপত্তাব্যবস্থা বাড়িয়ে নেওয়া হয়েছে জেড ক্যাটাগরিতে। নতুন নিরাপত্তাব্যবস্থা অনুযায়ী সাবেক ক্রিকেটারকে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন।’ ওয়াই নিরাপত্তা প্রটোকলের অধীনে আগে স্পেশাল ব্রাঞ্চের তিনজন পুলিশ পেতেন সৌরভ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন কর্মী তাঁর (সৌরভ) বেহালার বাড়ি পাহাড়ার দায়িত্বে ছিলেন।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতির দায়িত্বে ছিলেন সৌরভ। ২০১৯-এর মার্চে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। এরপর ২০১৯-এর ২৩ অক্টোবর থেকে ২০২২-এর ১৮ অক্টোবর পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটার। সৌরভের পর এখন ভারতীয় বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন রজার বিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত