ওয়ান প্লাস ১১ নিয়ে এলো ৫জি মোবাইল
অ্যাপল, স্যামসাংয়ের পর স্মার্টফোনের বাজারে যে ব্র্যান্ডের নাম উচ্চারিত হয়, তা হলো ওয়ান প্লাস। লুক থেকে স্পেসিফিকেশন, ক্যামেরা থেকে প্রসেসর—সবকিছুতেই বাঘা বাঘা টেক প্রতিষ্ঠানকে কাত দিয়ে এসেছে চীনের এই মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান