Ajker Patrika

ওয়ান প্লাস ১১ নিয়ে এলো ৫জি মোবাইল

নওরোজ চৌধুরী
Thumbnail image

অ্যাপল, স্যামসাংয়ের পর স্মার্টফোনের বাজারে যে ব্র্যান্ডের নাম উচ্চারিত হয়, তা হলো ওয়ান প্লাস। লুক থেকে স্পেসিফিকেশন, ক্যামেরা থেকে প্রসেসর—সবকিছুতেই বাঘা বাঘা টেক প্রতিষ্ঠানকে কাত দিয়ে এসেছে চীনের এই মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ওয়ান প্লাস ১১ ৫জি বাজারে এনেছে তারা।

ওয়ান প্লাস ১১ ৫জি ফোনটিতে আছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর এবং ৬ দশমিক ৭ ইঞ্চি এলটিপিও, ৩ দশমিক শূন্য অ্যামোলেড ডিসপ্লে। এটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এতে আছে অক্সিজেন ওএস ১৩ কাস্টম স্কিন ও ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ান প্লাসের এই সবশেষ ফ্ল্যাগশিপ মডেলটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস ৪ দশমিক শূন্য স্টোরেজসহ পাওয়া যাবে। 

ডিসপ্লে
এই অ্যামোলেড ডিসপ্লে ১ হাজার পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশনসহ এসেছে। আবার ডিভাইসটি যাতে দীর্ঘ সময়ের ব্যবহারে গরম না হয়ে যায়, এ জন্য এতে ভিসি লিকুইড কুলিং সিস্টেমের ব্যবস্থা রয়েছে।

ছবি: সংগৃহীতক্যামেরা
ওয়ান প্লাস ১১ ৫জির ফোনে দেখা মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা তৈরি করেছে হ্যাসেলব্লাড। এই ক্যামেরা নাইটস্কেপ, স্মার্ট সিন রিকগনিশন, সুপার স্টেবল মুড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ান প্লাস ১১ ৫জি ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৪৭১ সেলফি সেন্সর পাওয়া যাবে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোয় ছবি তুলে দেখা গেছে, খুব ভালো মানের ছবি ধারণ করেছে ফোনটি। ছবিতে রং ও ডিটেইলিং ছিল সন্তোষজনক। কম আলোয় পোর্ট্রেট মুডে অসাধারণ সব ছবি তোলা সম্ভব হয়েছে এ ক্যামেরায়। ঘরের ভেতরের ছবিও ছিল খুব ভালো মানের।

ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভিক ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। ২৫ মিনিটে এই ব্যাটারি পুরো চার্জ হয়। 

অন্য যা কিছু
মোবাইল সেটটির ওজন মাত্র ২০৫ গ্রাম। এটি টাইটান ব্ল্যাক ও ইন্টারনাল গ্রিন—এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। মিমি বায়োনিক ভাইব্রেশন মোটর এবং ডুয়েল ‘রিয়েলটি’ স্পিকার দেওয়া হয়েছে এই মোবাইল ফোনে, যা ডলবি অ্যাটমোস সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য এতে রয়েছে ৫জি, ওয়াই-ফাই 
৬, ব্লুটুথ ৫.৩, ডুয়েল সিম স্লট, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

সূত্র: নিউজ১৮, মিন্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত