জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড বিটলসের গান শুনতে অনেকেই প্রবেশ করেন অ্যাপলের আইটিউন্স বা অ্যাপল মিউজিক প্ল্যাটফর্মে। তবে বিটলস আর বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের দ্বন্দ্বের কথা অনেকেরই অজানা। মূলত বিটলস আর অ্যাপলের দ্বন্দ্ব হয়েছিল ‘অ্যাপল’ নাম নিয়ে, যা শেষ পর্যন্ত গড়ায় আদালতে। মামলার ফলে বিটলসকে মোট দুবার ক্ষতিপূরণ দেয় অ্যাপল।
১৯৬৮ সালে নিজেদের রেকর্ড লেবেল এবং হোল্ডিং কোম্পানির নাম রাখে ‘অ্যাপল করপোরেশনস’। ব্যান্ডের প্রচারক ডেরেক টেলর তখন জানিয়েছিলেন, বিটলসের গীতিকার ও বেজ প্লেয়ার পল ম্যাককার্টনি ‘অ্যাপল’ নামটি পছন্দ করেছিলেন। ম্যাককার্টনি ভেবেছিলেন, নামটি ব্যান্ডটির পরিপক্ব ব্যবসায়িক কৌশলকে প্রতিনিধিত্ব করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে, তখন তাকে ইংরেজি বর্ণ শেখানোর শুরুতেই ‘অ্যাপল’ শব্দটির সঙ্গে পরিচিত করানো হয়—এ চিন্তা থেকেই নামটির কথা ভাবেন ম্যাককার্টনি।
বিটলসের রেকর্ড লেভেল এবং হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৭৭ সালে প্রযুক্তি কোম্পানি অ্যাপল প্রতিষ্ঠা করা হয়। তখন মনে করা হয়েছিল, নাম এক হলেও দুটি কোম্পানির ক্ষেত্র আলাদা হওয়ায় কোনো ধরনের দ্বন্দ্বের ঝুঁকি নেই। তবে অ্যাপলের বিরুদ্ধে ঠিকই মামলা করে বসে বিটলস। অ্যাপল ১৯৮১ সালে বিটলসকে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলার নিষ্পত্তি করে। এ ছাড়া অ্যাপল কখনো সংগীতের ব্যবসায়ও প্রবেশ করবে না বলে চুক্তিতে অঙ্গীকার করে।
১৯৮৬ সালে অ্যাপল ম্যাক এবং অন্যান্য পণ্যে মিডি (ডিজিটাল অডিও রেকর্ড) এবং অডিও রেকর্ডিং যুক্ত করে। এর জের ধরে ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপলের বিরুদ্ধে আবার মামলা করে বসে বিটলস। ব্যান্ডটি দাবি করে, অ্যাপল ১৯৮১ সালে করা চুক্তি লঙ্ঘন করেছে।
১৯৯১ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের একটি আদালত অ্যাপলকে ট্রেডমার্ক লঙ্ঘনের অপরাধে দ্য বিটলসের রেকর্ড লেভেল এবং হোল্ডিং কোম্পানি অ্যাপল করপোরেশনসকে ২৬৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। ফলে দ্বিতীয়বারের মতো বিটলসকে ক্ষতিপূরণ দেয় অ্যাপল।
এ সময়ে বিটলসের আইনজীবীরা এ ধরনের ঝামেলা এড়াতে মজা করে অ্যাপলকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ব্যানানা’ বা ‘পিচ’ রাখার পরামর্শ দিয়েছিলেন।
জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড বিটলসের গান শুনতে অনেকেই প্রবেশ করেন অ্যাপলের আইটিউন্স বা অ্যাপল মিউজিক প্ল্যাটফর্মে। তবে বিটলস আর বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের দ্বন্দ্বের কথা অনেকেরই অজানা। মূলত বিটলস আর অ্যাপলের দ্বন্দ্ব হয়েছিল ‘অ্যাপল’ নাম নিয়ে, যা শেষ পর্যন্ত গড়ায় আদালতে। মামলার ফলে বিটলসকে মোট দুবার ক্ষতিপূরণ দেয় অ্যাপল।
১৯৬৮ সালে নিজেদের রেকর্ড লেবেল এবং হোল্ডিং কোম্পানির নাম রাখে ‘অ্যাপল করপোরেশনস’। ব্যান্ডের প্রচারক ডেরেক টেলর তখন জানিয়েছিলেন, বিটলসের গীতিকার ও বেজ প্লেয়ার পল ম্যাককার্টনি ‘অ্যাপল’ নামটি পছন্দ করেছিলেন। ম্যাককার্টনি ভেবেছিলেন, নামটি ব্যান্ডটির পরিপক্ব ব্যবসায়িক কৌশলকে প্রতিনিধিত্ব করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে, তখন তাকে ইংরেজি বর্ণ শেখানোর শুরুতেই ‘অ্যাপল’ শব্দটির সঙ্গে পরিচিত করানো হয়—এ চিন্তা থেকেই নামটির কথা ভাবেন ম্যাককার্টনি।
বিটলসের রেকর্ড লেভেল এবং হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৭৭ সালে প্রযুক্তি কোম্পানি অ্যাপল প্রতিষ্ঠা করা হয়। তখন মনে করা হয়েছিল, নাম এক হলেও দুটি কোম্পানির ক্ষেত্র আলাদা হওয়ায় কোনো ধরনের দ্বন্দ্বের ঝুঁকি নেই। তবে অ্যাপলের বিরুদ্ধে ঠিকই মামলা করে বসে বিটলস। অ্যাপল ১৯৮১ সালে বিটলসকে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলার নিষ্পত্তি করে। এ ছাড়া অ্যাপল কখনো সংগীতের ব্যবসায়ও প্রবেশ করবে না বলে চুক্তিতে অঙ্গীকার করে।
১৯৮৬ সালে অ্যাপল ম্যাক এবং অন্যান্য পণ্যে মিডি (ডিজিটাল অডিও রেকর্ড) এবং অডিও রেকর্ডিং যুক্ত করে। এর জের ধরে ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপলের বিরুদ্ধে আবার মামলা করে বসে বিটলস। ব্যান্ডটি দাবি করে, অ্যাপল ১৯৮১ সালে করা চুক্তি লঙ্ঘন করেছে।
১৯৯১ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের একটি আদালত অ্যাপলকে ট্রেডমার্ক লঙ্ঘনের অপরাধে দ্য বিটলসের রেকর্ড লেভেল এবং হোল্ডিং কোম্পানি অ্যাপল করপোরেশনসকে ২৬৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। ফলে দ্বিতীয়বারের মতো বিটলসকে ক্ষতিপূরণ দেয় অ্যাপল।
এ সময়ে বিটলসের আইনজীবীরা এ ধরনের ঝামেলা এড়াতে মজা করে অ্যাপলকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ব্যানানা’ বা ‘পিচ’ রাখার পরামর্শ দিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।
৭ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১২ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
২০ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১ দিন আগে