Ajker Patrika

প্রেরকের কন্ঠে শোনা যাবে আইফোনে আসা টেক্সট মেসেজ 

প্রযুক্তি ডেস্ক
প্রেরকের কন্ঠে শোনা যাবে আইফোনে আসা টেক্সট মেসেজ 

আইফোনে আসা মেসেজগুলো চাইলে ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে শুনতে পারেন ব্যবহারকারীরা। তবে এবার আইফোন বা আইপ্যাডে আসা মেসেজ প্রেরকের কণ্ঠস্বরেই শোনার সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। শুধু আইমেসেজ ব্যবহারকারীরাই এ সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক কার্যালয় থেকে এরই মধ্যে এ প্রযুক্তির মেধাস্বত্ব নিজের করে নিয়েছে অ্যাপল। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা চালু হলে আইমেসেজে আসা যেকোনো মেসেজ শোনা যাবে প্রেরকের কণ্ঠস্বরে। তবে, প্রেরককে ভয়েস মেসেজের মতো রেকর্ড করতে হবে না তাঁর বার্তা। প্রেরকের লিখিত মেসেজই শোনার ব্যবস্থা করবে আইফোন। 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে মেসেজ পড়ে শোনানোর জন্য সিরির প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ, বর্তমানে সিরি যে প্রযুক্তিতে মেসেজ পড়ে শোনায়, একই প্রযুক্তি ব্যবহার করে লেখা পড়ে শোনাবে অ্যাপল। শুধু প্রেরকের কণ্ঠস্বর, কথা বলার ধরন ইত্যাদি পর্যালোচনা করে সিরির বদলে মেসেজ প্রেরকের কণ্ঠস্বর ব্যবহার করা হবে।  

সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত