প্রযুক্তি ডেস্ক
আইফোনে আসা মেসেজগুলো চাইলে ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে শুনতে পারেন ব্যবহারকারীরা। তবে এবার আইফোন বা আইপ্যাডে আসা মেসেজ প্রেরকের কণ্ঠস্বরেই শোনার সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। শুধু আইমেসেজ ব্যবহারকারীরাই এ সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক কার্যালয় থেকে এরই মধ্যে এ প্রযুক্তির মেধাস্বত্ব নিজের করে নিয়েছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা চালু হলে আইমেসেজে আসা যেকোনো মেসেজ শোনা যাবে প্রেরকের কণ্ঠস্বরে। তবে, প্রেরককে ভয়েস মেসেজের মতো রেকর্ড করতে হবে না তাঁর বার্তা। প্রেরকের লিখিত মেসেজই শোনার ব্যবস্থা করবে আইফোন।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে মেসেজ পড়ে শোনানোর জন্য সিরির প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ, বর্তমানে সিরি যে প্রযুক্তিতে মেসেজ পড়ে শোনায়, একই প্রযুক্তি ব্যবহার করে লেখা পড়ে শোনাবে অ্যাপল। শুধু প্রেরকের কণ্ঠস্বর, কথা বলার ধরন ইত্যাদি পর্যালোচনা করে সিরির বদলে মেসেজ প্রেরকের কণ্ঠস্বর ব্যবহার করা হবে।
সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
আইফোনে আসা মেসেজগুলো চাইলে ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে শুনতে পারেন ব্যবহারকারীরা। তবে এবার আইফোন বা আইপ্যাডে আসা মেসেজ প্রেরকের কণ্ঠস্বরেই শোনার সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। শুধু আইমেসেজ ব্যবহারকারীরাই এ সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক কার্যালয় থেকে এরই মধ্যে এ প্রযুক্তির মেধাস্বত্ব নিজের করে নিয়েছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা চালু হলে আইমেসেজে আসা যেকোনো মেসেজ শোনা যাবে প্রেরকের কণ্ঠস্বরে। তবে, প্রেরককে ভয়েস মেসেজের মতো রেকর্ড করতে হবে না তাঁর বার্তা। প্রেরকের লিখিত মেসেজই শোনার ব্যবস্থা করবে আইফোন।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে মেসেজ পড়ে শোনানোর জন্য সিরির প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ, বর্তমানে সিরি যে প্রযুক্তিতে মেসেজ পড়ে শোনায়, একই প্রযুক্তি ব্যবহার করে লেখা পড়ে শোনাবে অ্যাপল। শুধু প্রেরকের কণ্ঠস্বর, কথা বলার ধরন ইত্যাদি পর্যালোচনা করে সিরির বদলে মেসেজ প্রেরকের কণ্ঠস্বর ব্যবহার করা হবে।
সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
১০ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
১০ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১৩ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১৫ ঘণ্টা আগে