Ajker Patrika

অ্যাপলের অ্যাপস্টোরে কেনাকাটায় খরচ বাড়ছে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮: ২৫
অ্যাপলের অ্যাপস্টোরে কেনাকাটায় খরচ বাড়ছে

ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের অ্যাপস্টোরের কেনাকাটায় খরচ বাড়ছে। বিনিময় হার ও কর বৃদ্ধির কারণে অ্যাপস্টোরের পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন দাম কার্যকর হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। অ্যাপের পাশাপাশি অ্যাপস্টোরের অন্যান্য কেনাকাটায়ও প্রযোজ্য হবে নতুন দাম।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুম্যাকের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য, কলম্বিয়া, মিসর, হাঙ্গেরি, নাইজেরিয়া, নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকায় দাম বাড়বে অ্যাপস্টোরের। অ্যাপল জানিয়েছে, নির্দিষ্ট অঞ্চলে অ্যাপস্টোরের কর এবং বৈদেশিক বিনিময় হারের পরিবর্তনের ওপর ভিত্তি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। 

অপরদিকে, বিভিন্ন অঞ্চলে অ্যাপস্টোরের খরচও কমানো হয়েছে। মূল্য সংযোজন করের হার ১২ থেকে ১৫ শতাংশ হ্রাস পাওয়ায় উজবেকিস্তানে কমেছে অ্যাপস্টোরের দাম। এ ছাড়া আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর ও জিম্বাবুয়েতে অ্যাপস্টোরের দাম অপরিবর্তিত থাকছে।

গত ডিসেম্বরে, তৃতীয় পক্ষের অ্যাপস্টোর থেকে আইফোন কিংবা আইপ্যাডে অ্যাপ ইনস্টল করার সুবিধা চালু করার কথা জানিয়েছিল অ্যাপল। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এতে করে অ্যাপলের নির্ধারিত অ্যাপস্টোরের ওপর নির্ভর করে থাকতে হবে না অ্যাপল পণ্য ব্যবহারকারীদের। 

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই অ্যাপস্টোরের পাশাপাশি অন্য অ্যাপস্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম নামিয়ে আইফোন ও আইপ্যাডে ব্যবহার করতে পারবেন। মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মেনে চলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইনটি হলো ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ)। গত বছরের সেপ্টেম্বরে এটি স্বাক্ষরিত হয়েছিল। আইনটি তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্য প্রতিযোগিতায় সমতা নিয়ে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত