প্রযুক্তি ডেস্ক
শুধু ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি সংগীত শোনার জন্য আলাদা স্ট্রিমিং সেবা চালু করছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ২৮ মার্চ উন্মোচন করা হবে এই অ্যাপ। প্রতিদ্বন্দ্বী স্পটিফাই থেকে নিজেকে আলাদা করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ক্ল্যাসিক্যাল গান শোনা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই।
অ্যাপল আরও জানায়, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের। শিগগিরই অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসগুলোতেও পাওয়া যাবে এই অ্যাপ। অ্যাপলের অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে অ্যাপটি।
২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে অ্যাপলের।
সম্প্রতি, অ্যাপের নতুন হোম ফিড উন্মোচন করে স্পটিফাই। শিগগিরই সব স্পটিফাই ব্যবহারকারীরা অ্যাপের নতুন এই ডিজাইন পাবেন। ফিডে আগের মতো নেই অ্যালবাম ও পডকাস্ট। এখন টিকটক এবং ইনস্টাগ্রামের মতো একটি উলম্ব ফিড দেখা যাবে। যা ভিডিওর মাধ্যমে সমগ্র স্ক্রিন দখল করে রাখবে ও এর প্রিভিউ দেখাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের লক্ষ্য— প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করা। নতুন ডিজাইনে ব্যবহারকারীরা তাঁদের ফিডে স্ক্রোল করার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখতে পারবেন। তবে স্পটিফাইয়ের ব্যবহারকারীরা অ্যাপের আগের ডিজাইনই পছন্দ করতেন— যেখানে শুধু গান আর পডকাস্টেরই দেখা মিলত।
ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য স্পটিফাই ব্যবহার করতে না চাইলেও স্পটিফাই কর্তৃপক্ষ আশা করছে এর পরিবর্তন ঘটবে। অ্যাপে সব ধরনের কনটেন্টই রাখতে চায় প্ল্যাটফর্মটি। তবে এতে করে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
শুধু ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি সংগীত শোনার জন্য আলাদা স্ট্রিমিং সেবা চালু করছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ২৮ মার্চ উন্মোচন করা হবে এই অ্যাপ। প্রতিদ্বন্দ্বী স্পটিফাই থেকে নিজেকে আলাদা করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ক্ল্যাসিক্যাল গান শোনা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই।
অ্যাপল আরও জানায়, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের। শিগগিরই অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসগুলোতেও পাওয়া যাবে এই অ্যাপ। অ্যাপলের অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে অ্যাপটি।
২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে অ্যাপলের।
সম্প্রতি, অ্যাপের নতুন হোম ফিড উন্মোচন করে স্পটিফাই। শিগগিরই সব স্পটিফাই ব্যবহারকারীরা অ্যাপের নতুন এই ডিজাইন পাবেন। ফিডে আগের মতো নেই অ্যালবাম ও পডকাস্ট। এখন টিকটক এবং ইনস্টাগ্রামের মতো একটি উলম্ব ফিড দেখা যাবে। যা ভিডিওর মাধ্যমে সমগ্র স্ক্রিন দখল করে রাখবে ও এর প্রিভিউ দেখাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের লক্ষ্য— প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও কনটেন্ট খুঁজে পেতে সাহায্য করা। নতুন ডিজাইনে ব্যবহারকারীরা তাঁদের ফিডে স্ক্রোল করার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখতে পারবেন। তবে স্পটিফাইয়ের ব্যবহারকারীরা অ্যাপের আগের ডিজাইনই পছন্দ করতেন— যেখানে শুধু গান আর পডকাস্টেরই দেখা মিলত।
ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য স্পটিফাই ব্যবহার করতে না চাইলেও স্পটিফাই কর্তৃপক্ষ আশা করছে এর পরিবর্তন ঘটবে। অ্যাপে সব ধরনের কনটেন্টই রাখতে চায় প্ল্যাটফর্মটি। তবে এতে করে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৬ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
২১ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে