ভারতকে নেতৃত্ব দেওয়া ‘বোঝা’ মনে করেন না সূর্য
হোক না টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে তা সবসময়ই খুব চাপের ব্যাপার। তা-ও যদি হয় ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে, ক্রিকেট নিয়ে যেখানে এত উন্মাদনা, গ্যালারি থাকে দর্শকপূর্ণ, সেখানে অধিনায়কত্বের চাপের কথা না বললেও চলছে। অথচ সূর্যকুমার যাদবকে দেখে কি তা বোঝার উপায় আছে। আন্তর্জাতিক ক্