ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ট্রফিতে চুমু দেওয়ার স্বপ্ন দেখেছিলেন ভারতের খেলোয়াড়েরা। স্বাগতিকদের স্বপ্ন চুরমার করে চ্যাম্পিয়ন হওয়ার সেই ট্রফিতেই কিনা পা তুলে ছবি তুলেছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটারের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।
ট্রফিতে পা তুলে দেওয়া ছবি দেখে মার্শের সমালোচনা করেছেন অনেক সাবেক ক্রিকেটারসহ ভক্ত–সমর্থকেরা। অবশ্য সমালোচনাতেই পার পাচ্ছেন না অজি ব্যাটার। ট্রফি আর খেলাকে অসম্মান করেছেন এমন অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন পণ্ডিত কেশব নামে একজন আরটিআই অ্যাকটিভিস্ট।
কেশবের দাবি, মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা দেওয়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। তাঁর মতে, ১৪০ কোটি ভারতীয়র মর্যাদাহানি হয়েছে। আলিগড় থানায় অভিযোগ করেই থামেননি এই অ্যাকটিভিস্ট। অভিযোগপত্রের এক কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছেও পাঠিয়েছেন তিনি। যেন মার্শ ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার অনুমতি না পায়।
তবে, ভিন্নকিছুই জানিয়েছে আলিগড় থানার পুলিশ। মার্শের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে তারা। শহরটির পুলিশ সুপারিনটেনডেন্ট মৃগাঙ্ক শেখর বলেছেন,‘অভিযোগ এসেছে। তবে কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।’
মার্শের এমন উদ্যাপনে কষ্ট পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামিও। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বলেছেন, ‘কষ্ট পেয়েছি। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে জেতার পর মাথার ওপর তুলে ধরতে চান সেই ট্রফির ওপর পা রাখা দেখে খুশি হতে পারিনি।’
ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ট্রফিতে চুমু দেওয়ার স্বপ্ন দেখেছিলেন ভারতের খেলোয়াড়েরা। স্বাগতিকদের স্বপ্ন চুরমার করে চ্যাম্পিয়ন হওয়ার সেই ট্রফিতেই কিনা পা তুলে ছবি তুলেছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটারের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।
ট্রফিতে পা তুলে দেওয়া ছবি দেখে মার্শের সমালোচনা করেছেন অনেক সাবেক ক্রিকেটারসহ ভক্ত–সমর্থকেরা। অবশ্য সমালোচনাতেই পার পাচ্ছেন না অজি ব্যাটার। ট্রফি আর খেলাকে অসম্মান করেছেন এমন অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন পণ্ডিত কেশব নামে একজন আরটিআই অ্যাকটিভিস্ট।
কেশবের দাবি, মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা দেওয়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। তাঁর মতে, ১৪০ কোটি ভারতীয়র মর্যাদাহানি হয়েছে। আলিগড় থানায় অভিযোগ করেই থামেননি এই অ্যাকটিভিস্ট। অভিযোগপত্রের এক কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছেও পাঠিয়েছেন তিনি। যেন মার্শ ভারতে এবং অন্য কোথাও ভারতের বিরুদ্ধে খেলার অনুমতি না পায়।
তবে, ভিন্নকিছুই জানিয়েছে আলিগড় থানার পুলিশ। মার্শের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে তারা। শহরটির পুলিশ সুপারিনটেনডেন্ট মৃগাঙ্ক শেখর বলেছেন,‘অভিযোগ এসেছে। তবে কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।’
মার্শের এমন উদ্যাপনে কষ্ট পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামিও। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বলেছেন, ‘কষ্ট পেয়েছি। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে জেতার পর মাথার ওপর তুলে ধরতে চান সেই ট্রফির ওপর পা রাখা দেখে খুশি হতে পারিনি।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে