Ajker Patrika

যে রেকর্ডে কোহলির চেয়ে ঢের এগিয়ে ঝোড়ো ব্যাটিং করা রিংকু 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১: ১৯
যে রেকর্ডে কোহলির চেয়ে ঢের এগিয়ে ঝোড়ো ব্যাটিং করা রিংকু 

ক্রিকেটের অসংখ্য রেকর্ড এরই মধ্যে নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। মাঠে নামলেই তো গড়ে ফেলেন একের পর এক রেকর্ড। ২২ গজে এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন ১৫ বছর। অন্যদিকে সদ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা রিংকু দ্রুতই কোহলিকে বেশ পেছনে ফেলেছেন। 

ডাবলিনের মালাহাইডে এ বছরের ১৮ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিংকুর। ভারতের জার্সিতে প্রথম ম্যাচে তাঁর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। এরপর ২০ আগস্ট আইরিশদের বিপক্ষে ২১ বলে ৩৮ রান করে রিংকু হয়েছেন ম্যাচসেরা। তারপর থেকে ভারতীয় বাঁহাতি ব্যাটারের উইকেট নেওয়া যেন বোলারদের জন্য সবচেয়ে কঠিন কাজ। হাংঝুর এশিয়ান গেমস থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ-তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সব ম্যাচেই অপরাজিত থেকেছেন রিংকু। যার মধ্যে গতকাল তিরুবনন্তপুরমে অজিদের বিপক্ষে ৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১২৮ গড় নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন রিংকুর। ১১৭ গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইসরায়েলের গ্যাব্রিয়েল স্কাকাট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ব্যাটিং গড় এই দুই ব্যাটারেরই। আর কোহলির ব্যাটিং গড় রিংকুর অর্ধেকেরও কম। ৫২.৭৩ গড় নিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনে আছেন কোহলি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি অবশ্য নেই গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে। ১১৫ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭ ফিফটির পাশাপাশি এক সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড়ের শীর্ষ পাঁচ ব্যাটার: 
রিংকু সিং (ভারত) : ১২৮.০০ 
গ্যাব্রিয়েল স্কাকাট (ইসরায়েল) : ১১৭.০০ 
মোহাম্মদ আওয়াইজ (গ্রিস) : ৮২.০০
শেখ রাসিক (হাঙ্গেরি) : ৭৮.০০ 
মা’আরা আভে (কুক আইল্যান্ড) : ৭২.৫০ 

ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ গড়: 
রিংকু সিং: ১২৮.০০ 
দীপক চাহার: ৫৩.০০ 
বিরাট কোহলি: ৫২.৭৩ 
সূর্যকুমার যাদব: ৪৬.১৯ 
মনীশ পান্ডে: ৪৪.৩১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত