Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে কী কী রেকর্ড গড়ল ভারত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৩: ১২
অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে কী কী রেকর্ড গড়ল ভারত

অস্ট্রেলিয়ার কাছেই গত রোববার ২০২৩ বিশ্বকাপের শিরোপা খুইয়েছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন প্রায় ১ লাখ দর্শককে কাঁদিয়ে ষষ্ঠবারের ওপর ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। তিন দিন বিরতিতে গতকাল বিশাখাপত্তনমে শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনালিস্টদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। 

বিশাখাপত্তনমে গতকাল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষ ওভারের জন্য। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ২০৭ রান। ওভারের তৃতীয় বলে শন অ্যাবটের বাউন্সার পুল করতে যান অক্ষর প্যাটেল। আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করেছেন বোলার অ্যাবট। পরের বলে রান আউট হলেন রবি বিষ্ণুই। ২ বলে ২ রানের সমীকরণ যখন, তখন রিংকু সিং ২ রান নিতে গেলে রান আউটের ফাঁদে কাটা পড়েন আর্শদীপ সিং। এরপর ওভারের শেষ বলে ছক্কা মেরে ভারতকে রোমাঞ্চকর জয় এনে দেন রিংকু। যদিও অ্যাবট নো বল করায় ছক্কা যোগ হয়নি। ১ বল হাতে রেখে ২ উইকেটের জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ভারত। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে পাঁচবার ২০০ বা তার অধিক রান তাড়া করে জিতেছে ভারত। এই তালিকায় ভারতীয় ক্রিকেট দল শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ২০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে চারবার। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এই কীর্তি রয়েছে তিনবার করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ম্যাচের আগে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ২০১৯ সালে। চার বছর আগে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৮ রানের লক্ষ্য ভারত জিতেছিল ৮ বল হাতে রেখে। অজিদের বিপক্ষে এর আগেও ২০০-এর বেশি রান তাড়া করে জয়ের কীর্তি রয়েছে ভারতের। ২০১৩ সালে রাজকোটে অজিদের বিপক্ষে ২০২ রান তাড়া করে ভারত জিতেছিল ২ বল হাতে রেখে। যুবরাজ সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতীয়রা তখন ৬ উইকেটের জয় পেয়েছিল। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা তার অধিক রান তাড়া করে জয়: 
ভারত-৫ 
দক্ষিণ আফ্রিকা-৪ 
পাকিস্তান-৩ 
অস্ট্রেলিয়া-৩ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে সেরা পাঁচ জয়: 
২০৯ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; বিশাখাপত্তনম; ২০২৩ 
২০৮ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; হায়দরবাদ; ২০১৯ 
২০৭ রান; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; মোহালি; ২০০৯ 
২০৪ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; অকল্যান্ড; ২০২০ 
২০২ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; রাজকোট; ২০১৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত