হেড-সিরাজকে আইসিসির শাস্তি, কী অপরাধ তাঁদের
সংস্করণ টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি যা–ই হোক, ট্রাভিস হেডের ব্যাট একরকমেই চলবে। এটাই যেন নিয়ম করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। বোলিংয়ে জসপ্রীত বুমরা কি মোহাম্মদ সিরাজ সেটি দেখেন না, বলের লেংথ বুঝে তীব্র গতিতে ব্যাটের সুইংয়ে বাউন্ডারি ছাড়া করতেই যেন আনন্দ তাঁর। ব্যাটের সুইংয়ে স্পিডোমিটারও হয়তো ভেবাচেকা খায়