ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি এবার বেশ উত্তাপ ছড়াচ্ছে। মাঠ, মাঠের বাইরে সব জায়গায় দুই দলের মধ্যে চলছে লড়াই। যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক, স্যাম কনস্টাস-বিরাট কোহলির ধাক্কাধাক্কির ঘটনা, মোহাম্মদ সিরাজ-ট্রাভিড হেডের তর্কযুদ্ধ জসপ্রীত বুমরার সঙ্গে কনস্টাসের কথার লড়াই-ঘটছে তো কত ঘটনাই।
সাধারণত কারও উইকেট নিলে কোনো বোলার সেই ব্যাটারের দিকে দেখিয়ে যায়। কিন্তু বুমরা গতকাল সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের প্রথম দিনে করেছেন উল্টো। উসমান খাজার উইকেট নেওয়ার পর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাসের দিকে তেড়ে গেছেন। তখনই কনস্টাস ও বুমরার কথা কাটাকাটি শুরু। ঝগড়া থামাতে আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছে। পরবর্তীতে আইসিসি কনস্টাস-বুমরা কাউকে কোনো শাস্তি দেয়নি। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘কোনো রকম জরিমানা বা শাস্তি না হওয়ায় এটা মেনে নেওয়া যায়। আমি এটা তাই আইসিসির দিকে ছেড়ে দিলাম। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও আম্পায়ার সেখানে ছিলেন। তারা যদি এটাকে সন্তোষজনক বলে ধরে নেয়, তাহলে বুঝতে পারব যে আমাদের খেলার মানদণ্ড কী রকম।’
বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ২০১৬ সালে। অন্যদিকে কনস্টাস আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। বয়সেও বুমরা (৩১ বছর) ১২ বছরের বড় কনস্টাসের (১৯ বছর) শেষে। বুমরার সঙ্গে এভাবে কথার লড়াই দেখে কনস্টাসের প্রশংসাও অনেকে করতে পারেন। তবে ম্যাকডোনাল্ডের মতে ভারতের উদযাপন ভয়ংকর ছিল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, ‘তার (কনস্টাস) সঙ্গে কথা বলে দেখলাম সে ঠিক আছে কি না। এখানে স্পষ্ট যে ভারত যেভাবে উদযাপন করেছে, সেটা আসলেই ভয়ংকর। খেলার আইনের মধ্য থেকে হয়েছে সব। কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। তবে নন-স্ট্রাইকারের দিকে যখন প্রতিপক্ষ দল এভাবে এগোয়, তখন আমাদের একটা দায়িত্ব চলে আসে সে (ব্যাটার) ঠিক আছে কি না, সেটা দেখার। যাতে এই পরিস্থিতি কাটিয়ে সে পারফর্ম করতে পারে।’
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে হেড ও সিরাজের তুমুল তর্কযুদ্ধ হয়েছিল। গোলাপি বলের সেই টেস্টের পর আইসিসি দুজনকে শাস্তি দিয়েছিল। এমনকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে কনস্টাসকে ধাক্কা মারায় কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল। নামের পাশে দেওয়া হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। কোহলির জন্য এই শাস্তি কম হয়েছে বলে তখন আইসিসির ওপর তোপ দেগেছিলেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো তারকারা। অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদমাধ্যম কোহলির ব্যঙ্গচিত্রও ছেপেছিল।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি এবার বেশ উত্তাপ ছড়াচ্ছে। মাঠ, মাঠের বাইরে সব জায়গায় দুই দলের মধ্যে চলছে লড়াই। যশস্বী জয়সওয়ালের আউট বিতর্ক, স্যাম কনস্টাস-বিরাট কোহলির ধাক্কাধাক্কির ঘটনা, মোহাম্মদ সিরাজ-ট্রাভিড হেডের তর্কযুদ্ধ জসপ্রীত বুমরার সঙ্গে কনস্টাসের কথার লড়াই-ঘটছে তো কত ঘটনাই।
সাধারণত কারও উইকেট নিলে কোনো বোলার সেই ব্যাটারের দিকে দেখিয়ে যায়। কিন্তু বুমরা গতকাল সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের প্রথম দিনে করেছেন উল্টো। উসমান খাজার উইকেট নেওয়ার পর নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কনস্টাসের দিকে তেড়ে গেছেন। তখনই কনস্টাস ও বুমরার কথা কাটাকাটি শুরু। ঝগড়া থামাতে আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছে। পরবর্তীতে আইসিসি কনস্টাস-বুমরা কাউকে কোনো শাস্তি দেয়নি। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘কোনো রকম জরিমানা বা শাস্তি না হওয়ায় এটা মেনে নেওয়া যায়। আমি এটা তাই আইসিসির দিকে ছেড়ে দিলাম। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও আম্পায়ার সেখানে ছিলেন। তারা যদি এটাকে সন্তোষজনক বলে ধরে নেয়, তাহলে বুঝতে পারব যে আমাদের খেলার মানদণ্ড কী রকম।’
বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ২০১৬ সালে। অন্যদিকে কনস্টাস আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। বয়সেও বুমরা (৩১ বছর) ১২ বছরের বড় কনস্টাসের (১৯ বছর) শেষে। বুমরার সঙ্গে এভাবে কথার লড়াই দেখে কনস্টাসের প্রশংসাও অনেকে করতে পারেন। তবে ম্যাকডোনাল্ডের মতে ভারতের উদযাপন ভয়ংকর ছিল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, ‘তার (কনস্টাস) সঙ্গে কথা বলে দেখলাম সে ঠিক আছে কি না। এখানে স্পষ্ট যে ভারত যেভাবে উদযাপন করেছে, সেটা আসলেই ভয়ংকর। খেলার আইনের মধ্য থেকে হয়েছে সব। কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। তবে নন-স্ট্রাইকারের দিকে যখন প্রতিপক্ষ দল এভাবে এগোয়, তখন আমাদের একটা দায়িত্ব চলে আসে সে (ব্যাটার) ঠিক আছে কি না, সেটা দেখার। যাতে এই পরিস্থিতি কাটিয়ে সে পারফর্ম করতে পারে।’
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে হেড ও সিরাজের তুমুল তর্কযুদ্ধ হয়েছিল। গোলাপি বলের সেই টেস্টের পর আইসিসি দুজনকে শাস্তি দিয়েছিল। এমনকি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে কনস্টাসকে ধাক্কা মারায় কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল। নামের পাশে দেওয়া হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। কোহলির জন্য এই শাস্তি কম হয়েছে বলে তখন আইসিসির ওপর তোপ দেগেছিলেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো তারকারা। অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদমাধ্যম কোহলির ব্যঙ্গচিত্রও ছেপেছিল।
আরও পড়ুন:
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে