Ajker Patrika

২০০ রানের ইঙ্গিত দিয়েও ১৭৮ রানে থামল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২০: ৩৩
২০০ রানের ইঙ্গিত দিয়েও ১৭৮ রানে থামল পাকিস্তান। ছবি: সংগৃহীত
২০০ রানের ইঙ্গিত দিয়েও ১৭৮ রানে থামল পাকিস্তান। ছবি: সংগৃহীত

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।

মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচের শুরু থেকে পার্থক্য স্পষ্ট হয় উইকেটে। আগের দুই ম্যাচের উইকেটের ধরন ছিল একই। রান তুলতেই হাঁসফাঁস অবস্থা ছিল ব্যাটারদের। তবে শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের বাউন্স থেকে বোঝা যাচ্ছিল, স্পোর্টিং উইকেটই দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাহিবজাদা ফারহানের ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান।

পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পেলেও আজ রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাহিবজাদা। দলীয় স্কোরে ৭১ রান হতেই ফিফটির ঘরে পৌঁছে যান তিনি। খোলস ছেড়ে সবে আক্রমণ শুরু করেছিলেন আরেক ওপেনার সাইম আইয়ুব, তারপরই ঘটে বিপর্যয়।

অষ্টম ওভারে সাইমকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা নাসুম আহমেদ। তখন পাকিস্তানের স্কোর ৮২। তারপর রানে গতি কমতে থাকে সফরকারীদের, সঙ্গে হারাতে থাকে উইকেটও। ১২তম ওভারে নাসুম ফেরান শাহিবজাদাকেও—৪১ বলে ৬৩ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার। ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি এটি সাহিবজাদার। আগেরটিও করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।

মোহাম্মদ হারিস আগের দুই ম্যাচের মতো হলেন ব্যর্থ। ১৪ বলে ফেরেন ৫ রানে। একাদশে সুযোগ পেয়েও হুসাইন তালাত (১) প্রতিদান দিতে পারেননি। ১৫.২ ওভারে ১৩২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। মাঝে ১৭ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রানের ছোটখাটো ঝোড়ো ইনিংস খেলে যান হাসান নওয়াজ।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক সালমান ও মোহাম্মদ নওয়াজের ২৩ বলে ৪১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান। ১৬ বলে ২৭ রান করেন নওয়াজ। ১২ রানে অপরাজিত থাকেন সালমান। তাসকিন ৩টি ও নাসুম ২টি উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত