ভারতের জন্য ব্যতিক্রমী অস্ট্রেলিয়ার নতুন অস্ত্র কনস্টাস
ঘরোয়া লিগে ৫-৬ বছর খেলে, ঝালিয়ে-পুড়িয়ে একটু বয়স হলেই জাতীয় দলে ডাক পড়ে। অস্ট্রেলিয়া দলের এই এক রীতিও, অন্যদের চেয়ে এ জায়গায় তারা কিছুটা আলাদা। ডেভিড ওয়ার্নারের বিদায় নিয়েছেন, তাঁর জায়গায় এখনো থিতু হতে পারেননি কোনো ব্যাটার। স্টিভেন স্মিথকে দিয়েও চেষ্টা চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু কাজে আসেনি...