ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে আবারও আলোচনায় এলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্টে তাঁর দুটি সিদ্ধান্ত গেছে দুই দলের পক্ষেই। যার মধ্যে আজ পঞ্চম দিনে সৈকত ভারতের যশস্বী জয়সওয়ালের আউটের এক কঠিন সিদ্ধান্ত দিয়েছেন। এমন ঘটনায় ক্ষোভ ঝেরেছেন জয়সওয়াল।
বক্সিং ডে টেস্টে আজ ভারতের দ্বিতীয় ইনিংসের ৭১তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সের বাউন্সার পুল করতে যান জয়সওয়াল। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিসহ সতীর্থরা ক্যাচের আবেদন করেন। তবে মাঠের আম্পায়ার আউট দেননি। কামিন্স তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন। অজি অধিনায়ক রিভিউ নেওয়ার পর টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও গ্লাভস ছুঁয়ে ক্যারির হাতে বল পৌঁছে গেছে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত সিদ্ধান্ত দেওয়ার সময় জানিয়েছেন, বলের গতিপথ পরিবর্তন হওয়ার ব্যাপারটা স্পষ্ট তিনি লক্ষ্য করেছেন। পুরোপুরি নিশ্চিত হতে সৈকত স্নিকোমিটারের সাহায্য চেয়েছেন। কিন্তু স্নিকোতে বড় লাইন দেখা না গেলেও সৈকত আউটের সিদ্ধান্ত দেন।
সৈকতের দেওয়া আউটের সিদ্ধান্ত যে মেনে নিতে পারেননি জয়সওয়াল, সেটা তাঁর (জয়সওয়াল) প্রতিক্রিয়া দেখেই বোঝা গেছে। মাঠেই আম্পায়ারদের ওপর ভারতীয় ব্যাটার ক্ষোভ ঝেড়েছেন। ড্রেসিংরুমে যেতে যেতেও কিছু একটা বলতে দেখা গেছে জয়সওয়ালকে। ভারতের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৮৪ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ২০৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার। ৩৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া পায় ১৮৪ রানের বিশাল জয়।
মেলবোর্নে গতকাল বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে সৈকত সিদ্ধান্ত ভারতের পক্ষে গিয়েছিল। ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভারের ঘটনা। প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাটে লেগে চলে গিয়েছিল সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে। ঠিকমতো ক্যাচ স্মিথ ধরেছেন কি না, সেটা মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন বুঝতে পারেননি। ব্যাপারটা নিশ্চিত করতে সিদ্ধান্ত তখন চলে যায় তৃতীয় আম্পায়ার সৈকতের কাছে।
সৈকত দ্রুতই নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন। বাংলাদেশি আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে তখন ধারাভাষ্যকাররাও অবাক হয়েছিলেন।
সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্টে সৈকত থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। তাঁর সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন মাইকেল গফ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে।
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে আবারও আলোচনায় এলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্টে তাঁর দুটি সিদ্ধান্ত গেছে দুই দলের পক্ষেই। যার মধ্যে আজ পঞ্চম দিনে সৈকত ভারতের যশস্বী জয়সওয়ালের আউটের এক কঠিন সিদ্ধান্ত দিয়েছেন। এমন ঘটনায় ক্ষোভ ঝেরেছেন জয়সওয়াল।
বক্সিং ডে টেস্টে আজ ভারতের দ্বিতীয় ইনিংসের ৭১তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সের বাউন্সার পুল করতে যান জয়সওয়াল। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিসহ সতীর্থরা ক্যাচের আবেদন করেন। তবে মাঠের আম্পায়ার আউট দেননি। কামিন্স তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন। অজি অধিনায়ক রিভিউ নেওয়ার পর টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও গ্লাভস ছুঁয়ে ক্যারির হাতে বল পৌঁছে গেছে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত সিদ্ধান্ত দেওয়ার সময় জানিয়েছেন, বলের গতিপথ পরিবর্তন হওয়ার ব্যাপারটা স্পষ্ট তিনি লক্ষ্য করেছেন। পুরোপুরি নিশ্চিত হতে সৈকত স্নিকোমিটারের সাহায্য চেয়েছেন। কিন্তু স্নিকোতে বড় লাইন দেখা না গেলেও সৈকত আউটের সিদ্ধান্ত দেন।
সৈকতের দেওয়া আউটের সিদ্ধান্ত যে মেনে নিতে পারেননি জয়সওয়াল, সেটা তাঁর (জয়সওয়াল) প্রতিক্রিয়া দেখেই বোঝা গেছে। মাঠেই আম্পায়ারদের ওপর ভারতীয় ব্যাটার ক্ষোভ ঝেড়েছেন। ড্রেসিংরুমে যেতে যেতেও কিছু একটা বলতে দেখা গেছে জয়সওয়ালকে। ভারতের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ ৮৪ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ২০৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার। ৩৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া পায় ১৮৪ রানের বিশাল জয়।
মেলবোর্নে গতকাল বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে সৈকত সিদ্ধান্ত ভারতের পক্ষে গিয়েছিল। ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভারের ঘটনা। প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাটে লেগে চলে গিয়েছিল সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে। ঠিকমতো ক্যাচ স্মিথ ধরেছেন কি না, সেটা মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন বুঝতে পারেননি। ব্যাপারটা নিশ্চিত করতে সিদ্ধান্ত তখন চলে যায় তৃতীয় আম্পায়ার সৈকতের কাছে।
সৈকত দ্রুতই নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন। বাংলাদেশি আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখে তখন ধারাভাষ্যকাররাও অবাক হয়েছিলেন।
সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্টে সৈকত থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। তাঁর সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন মাইকেল গফ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে