ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলি যেন ‘খাল কেটে কুমির’ এনেছেন। এমনিতেই প্রতিপক্ষের ক্রিকেটারদের কত যে তাতিয়ে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। তবে স্যাম কনস্টাসকে ধাক্কামারার ঘটনা যে ছাড়িয়ে গেছে সব কিছুকেই। সমালোচনা তো হচ্ছেই, এমনকি ব্যক্তিগতভাবে কোহলির ওপর করা হচ্ছে আক্রমণ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ চলছে অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলা। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ক্রিকেটার কনস্টাসকে ধাক্কা মারার পর থেকেই কোহলি সমালোচিত। এবার অস্ট্রেলিয়ার আরেক সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’ গতকাল তাদের পেছনের পাতায় একটি খবরের শিরোনাম দিয়েছে, ‘বিরাট, আমি তোমার বাবা।’ সেখানে কোহলির ছবি না থাকলেও দেওয়া হয়েছে কনস্টাসের ছবি। শিরোনামের নিচে আরও লেখা, ‘তরুণ ক্রিকেটার কোহলি ও তাঁর ভারতকে দুমড়ে মুচড়ে দিয়েছে। অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাতে সাহায্য করেছে।’
‘দ্য সানডে টাইমসের’ আগে গত ২৭ ডিসেম্বর কোহলিকে লক্ষ্য করে সংবাদ করেছিল অস্ট্রেলিয়ার অন্য এক সংবাদপত্র। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে। ভারতীয় ক্রিকেটারের নাকের ওপর লাল রঙের বল আঁকা হয়েছে, যে সাজে সার্কাসে জোকাররা অভিনয় করে থাকে। শিরোনাম দেওয়া হয়েছিল, ‘ভাঁড় কোহলি।’ সেই শিরোনামের নিচে ছোট করে লিখেছিল, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ক্রীড়া চেতনা কম এক ভারতীয় ভীষণ সমালোচিত।’
কনস্টাসকে ধাক্কা দেওয়ায় আইসিসির আচরণবিধির (সিওসি) ২.১২ অনুচ্ছেদ অনুসারে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় ব্যাটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এই আইন বলছে, ‘ক্রিকেটে অহেতুক ধাক্কাধাক্কি ধরা একেবারেই নিষিদ্ধ। সীমা পেরিয়ে খেলোয়াড়েরা যদি ইচ্ছে করে নিয়ম ভঙ্গ করেন, বেপরোয়া হয়ে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের কাঁধে ধাক্কা মারা যাবে না।’ সিওসির ২.১২ অনুচ্ছেদের অধীনে নিয়ম লঙ্ঘন কতটা গুরুতর, সেটার শ্রেণিবিভাগ করা হয়েছে: ১.কোনো বাঁধা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে ইচ্ছে করে ধাক্কা মারা, ২. কতটুকু বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হয়েছে, ৩.যাঁর সঙ্গে ধাক্কা লেগেছে, তিনি কতটা ব্যথা পেয়েছেন, ৪. যিনি ধাক্কা দিয়েছেন। তবে এই শাস্তি কম হয়ে গেছে বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় ক্রিকেটের অভিভাবক সংস্থার ওপর ক্ষোভ ঝেরেছেন অনেকেই।
আরও পড়ুন:
বিরাট কোহলি যেন ‘খাল কেটে কুমির’ এনেছেন। এমনিতেই প্রতিপক্ষের ক্রিকেটারদের কত যে তাতিয়ে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। তবে স্যাম কনস্টাসকে ধাক্কামারার ঘটনা যে ছাড়িয়ে গেছে সব কিছুকেই। সমালোচনা তো হচ্ছেই, এমনকি ব্যক্তিগতভাবে কোহলির ওপর করা হচ্ছে আক্রমণ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ চলছে অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলা। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ক্রিকেটার কনস্টাসকে ধাক্কা মারার পর থেকেই কোহলি সমালোচিত। এবার অস্ট্রেলিয়ার আরেক সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’ গতকাল তাদের পেছনের পাতায় একটি খবরের শিরোনাম দিয়েছে, ‘বিরাট, আমি তোমার বাবা।’ সেখানে কোহলির ছবি না থাকলেও দেওয়া হয়েছে কনস্টাসের ছবি। শিরোনামের নিচে আরও লেখা, ‘তরুণ ক্রিকেটার কোহলি ও তাঁর ভারতকে দুমড়ে মুচড়ে দিয়েছে। অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাতে সাহায্য করেছে।’
‘দ্য সানডে টাইমসের’ আগে গত ২৭ ডিসেম্বর কোহলিকে লক্ষ্য করে সংবাদ করেছিল অস্ট্রেলিয়ার অন্য এক সংবাদপত্র। ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে। ভারতীয় ক্রিকেটারের নাকের ওপর লাল রঙের বল আঁকা হয়েছে, যে সাজে সার্কাসে জোকাররা অভিনয় করে থাকে। শিরোনাম দেওয়া হয়েছিল, ‘ভাঁড় কোহলি।’ সেই শিরোনামের নিচে ছোট করে লিখেছিল, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ক্রীড়া চেতনা কম এক ভারতীয় ভীষণ সমালোচিত।’
কনস্টাসকে ধাক্কা দেওয়ায় আইসিসির আচরণবিধির (সিওসি) ২.১২ অনুচ্ছেদ অনুসারে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় ব্যাটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। এই আইন বলছে, ‘ক্রিকেটে অহেতুক ধাক্কাধাক্কি ধরা একেবারেই নিষিদ্ধ। সীমা পেরিয়ে খেলোয়াড়েরা যদি ইচ্ছে করে নিয়ম ভঙ্গ করেন, বেপরোয়া হয়ে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের কাঁধে ধাক্কা মারা যাবে না।’ সিওসির ২.১২ অনুচ্ছেদের অধীনে নিয়ম লঙ্ঘন কতটা গুরুতর, সেটার শ্রেণিবিভাগ করা হয়েছে: ১.কোনো বাঁধা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে ইচ্ছে করে ধাক্কা মারা, ২. কতটুকু বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হয়েছে, ৩.যাঁর সঙ্গে ধাক্কা লেগেছে, তিনি কতটা ব্যথা পেয়েছেন, ৪. যিনি ধাক্কা দিয়েছেন। তবে এই শাস্তি কম হয়ে গেছে বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। কোহলিকে এমন শাস্তি দেওয়ায় ক্রিকেটের অভিভাবক সংস্থার ওপর ক্ষোভ ঝেরেছেন অনেকেই।
আরও পড়ুন:
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
২ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে