ক্রীড়া ডেস্ক
বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসকে অভিষেক করিয়ে ভারতকে চমকে দিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই ঝোড়ো ফিফটি করে আলোড়ন তোলেন তিনি। এবার অজিরা সিডনি টেস্টে ভারতের বিপক্ষে দেখাচ্ছে চমক। অস্ট্রেলিয়ার এক অলরাউন্ডারের অভিষেক হচ্ছে সিরিজের শেষ টেস্টে।
সিডনিতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ম্যাচ শুরুর আগে আজ একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তারকা অলরাউন্ডারের পরিবর্তে আরেক অলরাউন্ডার নিয়েছে অজিরা। সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন বিউ ওয়েবস্টার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত তিনি ৯৩ ম্যাচে ৩৭.৮৩ গড়ে করেছেন ৫২৯৭ রান। করেছেন ১২ সেঞ্চুরি। পেয়েছেন ১৪৮ উইকেট।
বক্সিং ডে টেস্টের একাদশ থেকে এই একটি পরিবর্তন নিয়েই ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে খেলতে নামবে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে অজিদের নেতৃত্বে থাকছেন প্যাট কামিন্স। অলরাউন্ডার হিসেবে তিনি যে কার্যকরী হতে পারেন, তাঁর ঝলক অনেকবার দেখা গেছে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গে থাকবেন কনস্টাস। ব্যাটিং লাইনআপে আরও থাকছেন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেডের মতো তারকারা। খণ্ডকালীন স্পিন বোলিংয়ে হেড ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।
সিডনি টেস্টে ব্যাটিং-বোলিং সব বিভাগেই শক্তিশালী ক্রিকেটার নিয়ে নামছে অস্ট্রেলিয়া। কামিন্স, ওয়েবস্টারের সঙ্গে বোলিং লাইনআপে থাকছেন মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড। ভারতের বিপক্ষে শেষ টেস্টের একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার লায়ন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ২০ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী কামিন্স। স্টার্ক, বোল্যান্ড ও লায়ন নিয়েছেন ১৫, ১১ ও ৮ উইকেট। কামিন্স, স্টার্ক, লায়ন আগের ৪ টেস্টের সবকটিতে থাকলেও বোল্যান্ড খেলেছেন ২ ম্যাচ।
ভারতের বিপক্ষে ৪ টেস্টের সবকটিতে খেললেও মার্শ ব্যাটিং, বোলিং সব বিভাগেই ব্যর্থ। ব্যাটিংয়ে ১০.৪২ গড়ে করেছেন ৭৩ রান। পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ৪৭। যেটা শুধু অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি। ৪.২১ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড
বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসকে অভিষেক করিয়ে ভারতকে চমকে দিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই ঝোড়ো ফিফটি করে আলোড়ন তোলেন তিনি। এবার অজিরা সিডনি টেস্টে ভারতের বিপক্ষে দেখাচ্ছে চমক। অস্ট্রেলিয়ার এক অলরাউন্ডারের অভিষেক হচ্ছে সিরিজের শেষ টেস্টে।
সিডনিতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট। ম্যাচ শুরুর আগে আজ একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তারকা অলরাউন্ডারের পরিবর্তে আরেক অলরাউন্ডার নিয়েছে অজিরা। সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন বিউ ওয়েবস্টার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত তিনি ৯৩ ম্যাচে ৩৭.৮৩ গড়ে করেছেন ৫২৯৭ রান। করেছেন ১২ সেঞ্চুরি। পেয়েছেন ১৪৮ উইকেট।
বক্সিং ডে টেস্টের একাদশ থেকে এই একটি পরিবর্তন নিয়েই ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে খেলতে নামবে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে অজিদের নেতৃত্বে থাকছেন প্যাট কামিন্স। অলরাউন্ডার হিসেবে তিনি যে কার্যকরী হতে পারেন, তাঁর ঝলক অনেকবার দেখা গেছে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গে থাকবেন কনস্টাস। ব্যাটিং লাইনআপে আরও থাকছেন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেডের মতো তারকারা। খণ্ডকালীন স্পিন বোলিংয়ে হেড ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।
সিডনি টেস্টে ব্যাটিং-বোলিং সব বিভাগেই শক্তিশালী ক্রিকেটার নিয়ে নামছে অস্ট্রেলিয়া। কামিন্স, ওয়েবস্টারের সঙ্গে বোলিং লাইনআপে থাকছেন মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড। ভারতের বিপক্ষে শেষ টেস্টের একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার লায়ন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ২০ উইকেট নিয়ে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী কামিন্স। স্টার্ক, বোল্যান্ড ও লায়ন নিয়েছেন ১৫, ১১ ও ৮ উইকেট। কামিন্স, স্টার্ক, লায়ন আগের ৪ টেস্টের সবকটিতে থাকলেও বোল্যান্ড খেলেছেন ২ ম্যাচ।
ভারতের বিপক্ষে ৪ টেস্টের সবকটিতে খেললেও মার্শ ব্যাটিং, বোলিং সব বিভাগেই ব্যর্থ। ব্যাটিংয়ে ১০.৪২ গড়ে করেছেন ৭৩ রান। পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ৪৭। যেটা শুধু অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি। ৪.২১ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে