ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট দলে এখন চলছে মারাত্মক অশান্তি। কারণটা তো সকলেরই জানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না ভারত। এই মুহূর্তে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাকরিটা আরও ঝুঁকির মধ্যে পড়ে গেছে বলে শোনা যাচ্ছে।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর বাকি রয়েছে কেবল এক টেস্ট। সিডনিতে পরশু শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট জিতলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা নিয়ে রয়েছে অনেক যদি-কিন্তু। হারলে তো সিরিজটা রোহিত শর্মা, বিরাট কোহলিরা খুইয়ে ফেলবেন। একই সঙ্গে ফাইনালের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। এমন পরিস্থিতিতে বোমা ফাটিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সিরিজে একটা টেস্ট বাকি রয়েছে এবং এরপর চ্যাম্পিয়নস ট্রফি। যদি পারফরম্যানসের উন্নতি না হয়, তাহলে গৌতম গম্ভীরের জায়গাটাও নিরাপদ মনে হচ্ছে না।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। তাতে ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত গম্ভীর জুলাইয়ে প্রধান কোচ হলেও সেটা নাকি অনেকটা বাধ্য হয়ে করা হয়েছিল। বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তিনি (গম্ভীর) কখনোই বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেন না। ভিভিএস লক্ষণ ছিলেন প্রথম পছন্দ। আরও কিছু বিখ্যাত বিদেশির নাম ছিল। তে তারা তিন সংস্করণে কোচিং করাতে চাননি। অনেক বাধ্যবাধকতার ব্যাপার তো ছিলই।’
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে ৩০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। ব্যাটিংয়ে ৩৫৯ রান করে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক যশস্বী জয়সওয়াল। ভারতীয় ব্যাটারের ওপরে থাকা ট্রাভিস হেডের রান ৪১০। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো ধুঁকছেন। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিং করে একবারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। বিরাট কোহলি পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরির পর আর বড় ইনিংস খেলতে পারছেন না। একই ভুলের পুনরাবৃত্তি করছেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত ১৮৪ রানে হারের পর গম্ভীরের মেজাজ হারানোর ঘটনাও ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, ভারতীয় ক্রিকেট দল চতুর্থ টেস্ট শেষে ড্রেসিংরুমে ফেরার পর গম্ভীর বলেছিলেন, ‘অনেক হয়েছে।’
রোহিত-কোহলি দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা চলছে সিরিজ জুড়েই। দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআইয়ের নির্বাচকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। মার্ক ওয়াহ কোনো রাখঢাক না রেখেই হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘যদি আমি এই মুহূর্তে প্রধান নির্বাচক হতাম, তাহলে দ্বিতীয় ইনিংসের (মেলবোর্ন টেস্ট) কথা চিন্তা করতাম। সে (রোহিত) যদি এখানে রান না পায়, তাহলে তাকে বাদ দিয়ে সিডনি টেস্টে একাদশ তৈরি করতাম। এটা আমি রোহিতকে জানিয়েই দিতাম। শেষ টেস্টের জন্য বুমরাকে অধিনায়ক করতাম।’ বুমরা পার্থে রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট দলে এখন চলছে মারাত্মক অশান্তি। কারণটা তো সকলেরই জানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না ভারত। এই মুহূর্তে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাকরিটা আরও ঝুঁকির মধ্যে পড়ে গেছে বলে শোনা যাচ্ছে।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর বাকি রয়েছে কেবল এক টেস্ট। সিডনিতে পরশু শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। এই টেস্ট জিতলেও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা নিয়ে রয়েছে অনেক যদি-কিন্তু। হারলে তো সিরিজটা রোহিত শর্মা, বিরাট কোহলিরা খুইয়ে ফেলবেন। একই সঙ্গে ফাইনালের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। এমন পরিস্থিতিতে বোমা ফাটিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সিরিজে একটা টেস্ট বাকি রয়েছে এবং এরপর চ্যাম্পিয়নস ট্রফি। যদি পারফরম্যানসের উন্নতি না হয়, তাহলে গৌতম গম্ভীরের জায়গাটাও নিরাপদ মনে হচ্ছে না।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। তাতে ভারতের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত গম্ভীর জুলাইয়ে প্রধান কোচ হলেও সেটা নাকি অনেকটা বাধ্য হয়ে করা হয়েছিল। বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তিনি (গম্ভীর) কখনোই বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেন না। ভিভিএস লক্ষণ ছিলেন প্রথম পছন্দ। আরও কিছু বিখ্যাত বিদেশির নাম ছিল। তে তারা তিন সংস্করণে কোচিং করাতে চাননি। অনেক বাধ্যবাধকতার ব্যাপার তো ছিলই।’
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে ৩০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। ব্যাটিংয়ে ৩৫৯ রান করে সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক যশস্বী জয়সওয়াল। ভারতীয় ব্যাটারের ওপরে থাকা ট্রাভিস হেডের রান ৪১০। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো ধুঁকছেন। ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাটিং করে একবারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। বিরাট কোহলি পার্থে প্রথম টেস্টে সেঞ্চুরির পর আর বড় ইনিংস খেলতে পারছেন না। একই ভুলের পুনরাবৃত্তি করছেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত ১৮৪ রানে হারের পর গম্ভীরের মেজাজ হারানোর ঘটনাও ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, ভারতীয় ক্রিকেট দল চতুর্থ টেস্ট শেষে ড্রেসিংরুমে ফেরার পর গম্ভীর বলেছিলেন, ‘অনেক হয়েছে।’
রোহিত-কোহলি দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা চলছে সিরিজ জুড়েই। দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআইয়ের নির্বাচকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। মার্ক ওয়াহ কোনো রাখঢাক না রেখেই হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘যদি আমি এই মুহূর্তে প্রধান নির্বাচক হতাম, তাহলে দ্বিতীয় ইনিংসের (মেলবোর্ন টেস্ট) কথা চিন্তা করতাম। সে (রোহিত) যদি এখানে রান না পায়, তাহলে তাকে বাদ দিয়ে সিডনি টেস্টে একাদশ তৈরি করতাম। এটা আমি রোহিতকে জানিয়েই দিতাম। শেষ টেস্টের জন্য বুমরাকে অধিনায়ক করতাম।’ বুমরা পার্থে রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে