সমালোচনাই যখন অভিষেকের শক্তি
অভিষেক বচ্চনের অভিনয় নিয়ে যেমন প্রশংসা হয়, সমানতালে হয় সমালোচনাও। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে এমন কিছু সিনেমা তিনি করেছেন, যা এখনো সমালোচক থেকে সাধারণ দর্শক—সবার মনে রয়ে গেছে। আবার এমন অনেক কাজও আছে তাঁর ফিল্মোগ্রাফিতে, যেগুলো তীব্রভাবে সমালোচনার মুখে পড়েছে। তবে এসব সমালোচনাই নাকি শক্তি জোগায় অভ