Ajker Patrika

অভিষেকের বব বিশ্বাস হয়ে ওঠা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ২৪
অভিষেকের বব বিশ্বাস হয়ে ওঠা

চোখে মোটা গোল ফ্রেমের চশমা, সিঁথি কাটা আঁচড়ানো চুল, একেবারে সাদামাটা ভোলাভালা লুকে আজ পর্দায় আসছেন অভিষেক বচ্চন। মুক্তি পাচ্ছে অভিষেক অভিনীত নতুন ছবি ‘বব বিশ্বাস’। এই সাদামাটা লুকের আড়ালে লুকিয়ে আছে এক সিরিয়াল কিলার। সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বব বিশ্বাসের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। এক ভাড়াটে খুনির চরিত্রে নজর কেড়েছিলেন শাশ্বত। সেই হাড় হিম করা চরিত্রকে ভুলতে পারেনি মানুষ। ‘কাহানি’ ছবির সেই বব বিশ্বাস চরিত্র নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ।

‘বব বিশ্বাস’ ছবির ট্রেলার মুক্তির পরই আলোচনা তৈরি হয়। বিশেষ করে, বব বিশ্বাসের লুকটা সবাই পছন্দ করেছেন।

বব একজন পেশাদার খুনি কিন্তু তার মন মোমের মতো নরম! এই লুক তৈরি করার জন্য অভিষেকের ছিল বিশেষ প্রস্তুতি। শরীরের ওজনটা বাড়াতে হয়েছিল বেশ। প্রস্থেটিক মেকআপ ব্যবহারে রাজি ছিলেন না অভিষেক। কারণ ক্যামেরার সামনে তা দেখতে কৃত্রিম লাগত। তাই নিজের ওজন ১০৫ কেজিতে নিয়ে গিয়েছিলেন তিনি। শুটিং শেষে, এখন আবার ৮৫ কেজি ওজনে নিয়ে এসেছেন নিজেকে।

অনেক বছর পর কলকাতায় ছবির শুটিং করেছেন অভিষেক বচ্চন। নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘সুজয় (ঘোষ) ও দিয়া এবার আমাকে এক অন্য কলকাতা দেখিয়েছেন। প্রায় পুরো কলকাতাটাই ঘুরে দেখা হয়েছে এবার। বাঙালি অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি। এর মধ্যে পরানদার কথা তো বলতেই হবে। তাঁর মতো অভিনয়শিল্পীর সঙ্গে আড্ডায় অনেক কিছু শেখা যায়।’

সিনেমা হলে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত